ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ১০:০৮, ২৯ জানুয়ারি ২০২০

নওগাঁয় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ২৮ জানুয়ারি ॥ সোমবার রাতে আত্রাই উপজেলায় আওয়ামী লীগ সমর্থক সাইফুল ইসলাম রাসেল (৫০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সে উপজেলার পারগুর্ণই গ্রামের মৃত মজিবুর রহমানের পুত্র। পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার রাত ১০টায় নিজ বাড়িতে প্রবেশের সময় সাইফুল ইসলাম রাসেলকে কতিপয় ব্যক্তি ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জের ধরে ঘটনাটি ঘটেছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল ও সংশ্লিষ্ট পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফছার আলী প্রামাণিক বলেন, নিহত রাসেল আওয়ামী লীগের সমর্থক ছিলেন। ঝালকাঠিতে কলেজ ছাত্র নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, রাজাপুরে কেক খাওয়া নিয়ে ছোট ভাইয়ের হাতে খুন হয়েছে বড় ভাই কলেজ ছাত্র আব্দুর রহমান হাওলাদার (১৯)। উপজেলার কেওতা গ্রামে সোমবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মঙ্গলবার সকালে ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুর রহমান কেওতা গ্রামের সৌদি প্রবাসী আবুবক্কর সিদ্দিকির ছেলে। পুলিশ জানায়, রাতে বাড়িতে বসে কেকের ভাগাভাগি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় ছোট ভাই আব্দুল্লাহ ক্ষিপ্ত হয়ে বড় ভাই আব্দুর রহমানকে দাও দিয়ে মাথায় কোপ দেয়। গুরুতর অবস্থায় তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আব্দুর রহমান হেমায়েত উদ্দিন ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র। ছোট ভাই আব্দুল্লাহ কেওতা মাদ্রাসার দাখিল পরীক্ষার্থী। নীলফামারীতে শিশুর লাশ উদ্ধার স্টাফ রিপোর্টার, নীলফামারী থেকে জানান নিখোঁজের একদিন পর পুকুর থেকে তিন বছরের শিশু তাওহিদ ইসলাম নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। মঙ্গলবার দুপুর ১২টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তাওহিদ জেলার সদর উপজেলার রামনগর ইউনিয়নের চরচরাবাড়ি উত্তরাপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে। পারিবারিক সূত্র জানায়, সোমবার বিকেল তিনটা থেকে নিখোঁজ হয় শিশুটি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে তার কোন সন্ধান পাওয়া যায়নি। মঙ্গলবার বেলা ১০টার দিকে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টার চেষ্টায় দুপুর ১২টার দিকে ওই পুকুর থেকে মরদেহটি উদ্ধার করে। গাইবান্ধায় কৃষক নিজস্ব সংবাদদাতা গাইবান্ধা থেকে জানান, সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খামার চান্দেরভিটা এলাকায় জেলা শহর সংলগ্ন আলাই নদী থেকে মঙ্গলবার সকালে ভাসমান অবস্থায় আব্দুল জলিল (৫৬) নামে কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ওই ইউনিয়নের কয়া ছয়ঘড়িয়া গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে। এলাকাবাসী জানান, লাশটি আলাই নদীতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে সদর থানায় বিষয়টি জানানো হয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে। জানা গেছে, গত ২২ জানুয়ারি গাইবান্ধা শহর সংলগ্ন উত্তর ফলিয়া দাখিল মাদ্রাসায় ওয়াজ মাহফিল শোনার কথা বলে আব্দুল জলিল বাড়ি থেকে বের হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। ফটিকছড়িতে যুবক নিজস্ব সংবাদদাতা ফটিকছড়ি থেকে জানান, উপজেলার পাইন্দং এলাকায় মঙ্গলবার সকাল ৯টার দিকে মুহাম্মদ হোসেন (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর পেয়ে পুলিশ উত্তর পাইন্দং আংকির বাড়ি সংলগ্ন পাইন্দং খালের উত্তর পাশ থেকে এ লাশ উদ্ধার করে। সে ওই এলাকার জনৈক ছালেহ আহমদের পুত্র। স্থানীয় সূত্রগুলো জানায়, সে বিবিরহাট হক মার্কেট জিন্নাত ক্লথ স্টোরে চাকরি করত। তার স্ত্রী, দেড় বছরের ছেলে এবং ২ মাসের এক কন্যাসন্তান রয়েছে বলে জানা গেছে।
×