ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

প্রকাশিত: ১০:০৮, ২৯ জানুয়ারি ২০২০

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় রাহুল হোসেন নান্নু (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে চৌগাছা পৌর এলাকার মডেল প্রাইমারী স্কুলপাড়ার মালয়েশিয়া প্রবাসী শাহ জামালের ছেলে ও হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। জানা যায়, মঙ্গলবার হাজী মর্ত্তোজ আলী মাধ্যমিক বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ছিল। এ উপলক্ষে নান্নু তার বন্ধু দীঘলসিংহা গ্রামের নিলয়ের কাছ থেকে মোটরসাইকেল চেয়ে নেয়। বেলা দুটার দিকে নান্নু তার আরেক বন্ধু একই স্কুলের দশম শ্রেণীর ছাত্র জীবনকে (১৫) সঙ্গে নিয়ে উপজেলার বেড়গোবিন্দপুর গ্রামে যাচ্ছিল। বেড়গোবিন্দপুর বাঁওড়ের কাছে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ব্রিজের রেলিংয়ে ধাক্কা খেয়ে আহত হয় তারা। স্থানীয়রা তাদের উদ্ধার করে চৌগাছা হাসপাতালে নিলে জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক আসিফ রায়হান স্কুলছাত্র নান্নুকে মৃত ঘোষণা করেন। আহত জীবন হাসপাতালে চিকিৎসাধীন। সে উপজেলার দীঘলসিংহা গ্রামের মিল্টন হোসেনের ছেলে। নিহত নান্নুর মা রাজিয়া খাতুন ডিভাইন গার্মেন্টসের কর্মী। মৌলভীবাজারে দুই যাত্রী নিজস্ব সংবাদদাতা মৌলভীবাজার থেকে জানান, সদর উপজেলার বাউরভাগ এলাকায় অটোরিক্সা ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিক্সা চালকসহ ৪জন। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে অটোরিক্সা যাত্রী মুজাহিদুর রহমান নামের একজন মারা যান। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে আল আমিন নামের আরও একজন মারা যায়। নিহত ও আহত সবাই অটোরিক্সার যাত্রী ছিলেন। আহত ৪ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। ফেনীতে নারীসহ দুই নিজস্ব সংবাদদাতা ফেনী থেকে জানান, ফেনী- পরশুরাম সড়কের আন্দপুরে বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছে। নিহত অটোরিক্সা চালক বেলাল হোসেন (২২) ছাগলনাইয়া উপজেলার মধ্যম বাথানিয়া গ্রামের মৃত করিমুল্লার ছেলে। আহত তিন জনকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সড়কের মুন্সিরহাটে মোটরসাইকেল ও ট্রাকের সংঘর্ষে তপুরা আক্তার (৩০) নামে এক মহিলা নিহত হয়েছে। তপুরা স্বামী ইউছুপের সঙ্গে মোটরসাইকেলে স্বামীর অফিসের দিকে যাচ্ছিল। স্বামী ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসারের অফিসের অফিস সহায়ক। কক্সবাজারে শ্রমিক স্টাফ রিপোর্টার কক্সবাজার থেকে জানান, পেকুয়ায় সড়কে রাখা মাটির স্তূপের সঙ্গে ধাক্কা লেগে অটোরিক্সা উল্টে জাহাঙ্গীর আলম নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার রাতে পহরচাঁদা মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম (৫০) পেকুয়া সদর সাবেক গুলদি গ্রামের মৃত নজির আহমদের পুত্র। তিনি বাসের সুপারভাইজর হিসেবে কর্মরত ছিলেন। সোমবার রাতে বাড়ি ফেরার পথে তিনি এ দুর্ঘটনার শিকার হন। নেত্রকোনায় পথচারী নিজস্ব সংবাদদাতা নেত্রকোনা থেকে জানান, পূর্বধলা উপজেলায় বালুবাহী ট্রাক চাপায় নাসির উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল তিনটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোলপাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসির উদ্দিন পূর্বধলার সিঁধকান্দি গ্রামের কাজিম উদ্দিনের ছেলে। জানা গেছে, নাসির উদ্দিন বিকেল তিনটার দিকে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের আতকাপাড়া পেট্রোলপাম্প এলাকায় হাঁটছিলেন। এ সময় দুর্গাপুরের সোমেশ্বরী নদী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা বালু বোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। সিলেটে চালক স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, কানাইঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক্টর উল্টে ঘটনাস্থলেই চালক নিহত হয়েছেন। নিহত ট্রাক্টর চালকের নাম দবিরুল ইসলাম ডব্লিউ (৩৫)। মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের কালিজুরী ধনবন খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক্টর চালক দিনাজপুরের মিরপুরের আজহার আলীর ছেলে। জানা যায়, ইউনিয়নের সুরইঘাট বাজার থেকে মুলাগুল বাজারে যাওয়ার পথে মুলাগুল-সুরইঘাট জিসি রাস্তার কালিজুরী ধনবন এলাকায় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ। নিহত ট্রাক্টর চালক দবিরুল ইসলাম ডব্লিউ গত কয়েক মাস থেকে সাউদগ্রাম এলাকার ইয়া উদ্দিন নামে এক ব্যক্তির ট্রাক্টর চালক হিসেবে কর্মরত ছিল। কুড়িগ্রামে চালক স্টাফ রিপোর্টার কুড়িগ্রাম থেকে জানান, রৌমারীতে ট্রলির ধাক্কায় হাসান মিয়া (২০) নামে এক ড্রাইভারের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৫জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করেছে। এদের মধ্যে নাজমুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে রৌমারী-ঢাকা মহাসড়কে যাদুরচর বালিকা উচ্চ বিদ্যালয় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসান মিয়া উপজেলার যাদুরচর ইউনিয়নের দিঘলাপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে বলে জানা গেছে। টাঙ্গাইলে চালক নিজস্ব সংবাদদাতা টাঙ্গাইল থেকে জানান, ঘাটাইলে বাঁশ বোঝাই ট্রাক উল্টে লাভু ভূইয়া (৬০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ঘাটাইল-সাগরদিঘি সড়কে উপজেলার ধলাপাড়ার সরিষাআটা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত উপজেলার ধলাপাড়া ইউনিয়নের সরিষাআটা গ্রামের মৃত নুরু ভূইয়ার ছেলে। পুলিশ জানায়, ধারণক্ষমতার অতিরিক্ত বাঁশবোঝাই একটি ট্রাক ভূঞাপুর থেকে ময়মনসিংহের ভালুকা যাচ্ছিল। পথিমধ্যে ট্রাকটি ধলাপাড়া সরিষাআটা এলাকায় মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি ট্রাক্টরের ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টর চালক নিহত হয়। গোপালগঞ্জে দুই নিজস্ব সংবাদদাতা, গোপালগঞ্জ থেকে জানান, মোটর-বাইক দুর্ঘটনায় বাইকের আরোহীসহ দু’জন নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের বাইপাস গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটর-বাইক আরোহী ভেন্নাবাড়ি এলাকার টিপু শেখের ছেলে রাজীব শেখ (২৩) এবং পথচারী বেদগ্রাম এলাকার বাসিন্দা জীন্নাত মোল্লা (৬৫)। দুর্ঘটনায় গুরুতর আহত আব্দুর রহমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×