ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:০৭, ২৯ জানুয়ারি ২০২০

টুকরো খবর

ধান ভাঙ্গা মেশিনে বৃদ্ধের মৃত্যু নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ জানুয়ারি ॥ তালতলীতে ধান ভাঙ্গা মেশিনে চাদর পেঁচিয়ে আদু আকন (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনা ঘটেছে উপজেলার ছোটবগী এলাকায় সোমবার রাত ৮টায়। জানা গেছে , উপজেলার ছোটবগী এলাকার আবদুল জব্বার মাস্টার বাড়িতে সোমবার রাতে কালাম মিয়া শ্যালো মেশিনে ধান ভাংছিলেন। ওই ধান ভাঙ্গা দেখতে যায় প্রতিবেশী আদু আকন। পরে অনবধানবশত মেশিনের সঙ্গে তার গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তালতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আদু আকন মেশিনের নিকট দাঁড়িয়ে ছিল। অনবধানবশত ইঞ্জিনে তার গায়ের চাদর পেঁচিয়ে গলায় ফাঁস লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বন্দুক যুদ্ধে ডাকাত সর্দার নিহত নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৮ জানুয়ারি ॥ সেনবাগে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ১২ মামলার আসামি আন্তঃজেলা ডাকাতদলের সর্দার আনোয়ার হোসেন ইউছুফ (৪৪) নিহত হয়েছেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ১ টি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড গুলি, ৪রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড গুলির খোসা, ৩টি রামদা, ১টি টর্চ লাইট, ১টি গ্যাস লাইট উদ্ধার করে। নিহত ডাকাত সর্দার বেগমগঞ্জ উপজেলার পূর্ব লাউতলী গ্রামের আবু তাহের প্রকাশ অলি উল্যার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, সোমবার গভীর রাতে ধৃত ডাকাত সর্দারকে নিয়ে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে বীরকোট এলাকায় অভিযানের সময় বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। চরফ্যাশনে প্রবাসীর বাড়িতে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ২৮ জানুয়ারি ॥ এওয়াজপুর গ্রামে সৌদি প্রবাসী আবুল কাশেমের বাড়িতে সোমবার রাতে নেশাদ্রব্য স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার ডাকাতি করে গেছে দুর্বৃত্তরা। প্রবাসী আবুল কাশেমের স্ত্রী নাজমা বেগম জানান, ঘটনার রাতে তিনি ও তার বড় মেয়ে বাসায় ছিলেন। দুর্বৃত্তরা জানালা দিয়ে নেশাদ্রব্য স্প্রে করে। জানালার পাশে খাবারও ছিল। ওই খাবার খেয়ে রাতে তারা অচেতন হয়ে পড়ে। এসময় রান্নাঘরের জানালার গ্রিল খুলে তারা ঘরে প্রবেশ করে ৪০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। দৌলতপুরে ৪ ইটভাঁটির জরিমানা নিজস্ব সংবাদদাতা, দৌলতপুর, ২৮ জানুয়ারি ॥ কুষ্টিয়ার দৌলতপুরে ৪টি ইটভাঁটিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ইটভাঁটি মালিকদের এ অর্থদ- করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দৌলতপুরের বিভিন্ন এলাকায় গড়ে ওঠা ইটভাঁটিতে জ¦ালানি হিসেবে কাঠ ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে উপজেলার ডাংমড়কার ৪টি ইটভাঁটিতে অভিযান চালানো হয়। সিকৃবিতে সংঘর্ষে আহত ১২ স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ছাত্রদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার সকালে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেট এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, সকাল ১০টার দিকে ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন গেট এলাকায় বিশ্ববিদ্যালয়ে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে প্রথমে বাকবিত-া হয়। এ ঘটনাকে কেন্দ্র করে বাঁশ ও লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন ছাত্ররা। এতে ১২ ছাত্র আহত হয়েছেন। আহতদের বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়। সেখানেও হাতাহাতিতে জড়িয়ে পড়ে তারা। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। দোকানদারকে কুপিয়ে টাকা লুট সংবাদদাতা, সোনারগাঁ, ২৮ জানুয়ারি ॥ নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সামনের এক বিকাশ দোকানদারকে কুপিয়ে ২টি মোবাইল সেট, স্বর্ণের চেইন, নগদ ২ লাখ টাকাসহ আড়াই লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাতরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে থানার ৩০ গজ দূরে ব্রিজের ওপারে ভবনাথপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিকাশ দোকানদারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×