ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভালুকায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ জানুয়ারি ২০২০

ভালুকায় স্বাস্থ্য কমপ্লেক্সে এ্যাম্বুলেন্স হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা ভালুকা, ২৮ জানুয়ারি ॥ ময়মনসিংহের ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে সংসদ সদস্য কাজিম উদ্দিন আহম্মেদ ধনু মঙ্গলবার দুপুরে আধুনিক সুবিধা সম্বলিত এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন। পরে ইউনিয়ন ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, এমপি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, ময়মনসিংহ বিভাগের পরিবার পরিকল্পনা পরিচালক মোহাম্মদ আব্দুল আউয়াল, জেলা প্রশাসক মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ এবিএম মসিউল আলম, এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উপ-পরিচালক ডাঃ তৃপ্তি বালা, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা পৌর সভার মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম প্রমুখ। বহদ্দারহাট বারইপাড়া খাল খনন উদ্বোধন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরের বহদ্দারহাট বারইপাড়া থেকে কর্ণফুলী নদী পর্যন্ত খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। মঙ্গলবার মেয়র আ জ ম নাছির উদ্দিন স্কেভেটরে চালকের আসনে বসে প্রকল্পের কাজ উদ্বোধন করেন। চসিক জনসংযোগ বিভাগ সূত্রে জানানো হয়, বালইপাড়া চাক্তাই খাল থেকে মাইজপাড়া পূর্ব বাকলিয়া হয়ে বলিরহাট পর্যন্ত এ খালের দৈর্ঘ্য হবে প্রায় ২ দশমিক ৯ কিলোমিটার। খালটি ৬৫ ফুট প্রশস্ত করা হবে। কর্ণফুলী নদীর সঙ্গে সংযুক্ত হবে এ খাল।
×