ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নববধূ হত্যা মামলা

কলাপাড়া থেকে আর এক আসামি গ্রেফতার

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ জানুয়ারি ২০২০

কলাপাড়া থেকে আর এক আসামি গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২৮ জানুয়ারি ॥ উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের স্বামী বাবুল হাওলাদারের হাতে নববধূ চম্পা হত্যা মামলার অন্যতম নারী আসামি কহিনুরকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে বরগুনার তালতলী বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার পুলিশ তাকে কলাপাড়া উপজেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে। অপর গ্রেফতারকৃত আসামি কুদ্দুস হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৫ দিনের রিমান্ড আবেদন করেছে । বিচারক শোভন শাহরিয়ার মঙ্গলবার শুনানির দিন ধার্য করেছেন। জানা গেছে,পহেলা জানুয়ারি তালতলী উপজেলার কলারং গ্রামের চাঁন মিয়া সিকদারের কন্যা চম্পাকে পার্শ্ববর্তী কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের গামুরীবুনিয়া গ্রামের কাদের হাওলাদারের ছেলে বাবুলের সঙ্গে বিয়ে দেয়া হয়। গত ১৫ জানুয়ারি নববধূকে তুলে নেয়ার কথা ছিল। ১২ জানুয়ারি রাতে স্বামী বাবুল হাওলাদার শ্বশুরবাড়িতে এসে নববধূ চম্পাকে বন্ধুর বাড়ি বেড়াতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। এরপর থেকে নববধূ চম্পা ও তার স্বামী বাবুল নিখোঁজ হয়। এ ঘটনায় চম্পার বাবা চাঁন মিয়া সিকদার গত ১৪ জানুয়ারি তালতলী থানায় জামাতা বাবুলের বিরুদ্ধে সাধারণ ডায়েয়ি করেন। নিখোঁজের ১০ দিন পরে গত ২২ জানুয়ারি নববধূ চম্পার মরদেহ কলাপাড়া থানা পুলিশ জামাতা বাবুল হাওলাদারের বাড়ির সন্নিকটে বিলের মধ্যে মাটি চাপা দেয়া অর্ধ-গলিত অবস্থায় উদ্ধার করে।
×