ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ বার নির্বাচন বর্জন করলেন বিএনপিপন্থীরা

প্রকাশিত: ০৯:৪৪, ২৯ জানুয়ারি ২০২০

নারায়ণগঞ্জ বার নির্বাচন বর্জন করলেন বিএনপিপন্থীরা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নির্বাচনে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও ক্ষমতাসীনদের সুবিধা দেয়ার অভিযোগ তুলে বার নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ প্যানেল। একই সঙ্গে আগামী ২৯ জানুয়ারির নির্বাচন স্থগিত করে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে আইনজীবী সমিতির নতুন নির্বাচন দেয়ার দাবি জানান। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলন শেষে নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের কুশপুতুল দাহ করা হয় এবং আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করে জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের সদস্যরা। সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও বিএনপি নেতা এ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, সবশেষ নির্বাচনের ২ দিন পূর্বে তারা ভেন্যু পরিবর্তন করেছে। যার কোন এখতিয়ার নির্বাচন পরিচালনার কমিটির নেই। বার ভবনের জায়গা পরিবর্তন করে এমন জায়গায় নেয়া হয়েছে সেখানে আসা যাওয়ার জন্য ভাল রাস্তা পর্যন্ত নেই। গত নির্বাচনেও বর্তমান নির্বাচন পরিচালনা কমিটি বিতর্কিত অবস্থান নিয়েছিল। সে সময়ে আমাদের প্রার্থীদের ভোট ডাকাতি করে নিয়ে যাওয়া হয়েছে। এবারও একই ব্যক্তিদের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে নিয়োগ দেয়ায় বিএনপির পাশাপাশি ক্ষমতাসীন দলের আইনজীবীরাও এর প্রতিবাদ করেছে। সুতরাং এই কমিশনের অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কোন সুযোগ নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন আইনজীবী নেতা আব্দুল হামিদ খান ভাষানী ভূঁইয়া, বারী ভূঁইয়া, জাকির হোসেন, সরকার হুমায়ূন কবীর, খোরশেদ আলম মোল্লা, শরিফুল ইসলাম শিপলু, আজিজ আল মামুন, ওমর ফারুক নয়ন প্রমুখ।
×