ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চার মাসেও পরিচয় মেলেনি নারীর

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ জানুয়ারি ২০২০

চার মাসেও পরিচয় মেলেনি নারীর

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ২৮ জানুয়ারি ॥ লালমনিরহাট সদর হাসপাতালে দীর্ঘ ৪ মাস ধরে চিকিৎসাধীন অন্তঃসত্ত্বা এক নারী। কে এই নারী কেউ তার পরিচয় জানে না। মানসিক বিপর্যস্ত এই নারীকে নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ পড়েছে মহাবিপাকে। নারীটি তার পরিচয় জানাতে পারছে না। জানা গেছে, চার মাস আগে সন্ধ্যায় লালমনিরহাট হাসপাতালের ভেতরে গেটের সামনে পলিথিন বিছিয়ে তার ওপর শুয়েছিল অজ্ঞাত এই নারী। সে ছিল অসুস্থ। তাকে মানবিক কারণে হাসপাতালের কর্মচারীরা সেখান থেকে হাসপাতালে ভর্তি করিয়ে দেয়। সেখানে কয়েক দিন চিকিৎসা চলে। পরে হঠাৎ কাউকে কিছু না বলে চলে যায়। কয়েক দিন পর পুনরায় নিজের ইচ্ছাতে হাসপাতালে ফিরে এসে ভর্তি হয়। হাসপাতালের গাইনি ওয়ার্ডে চিকিৎসা চলছে তার। হাসপাতালে নার্স ও চিকিৎসকরা অনেকভাবে তার পরিচয় শনাক্তের চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। চিকিৎসকরা জানান, নারীটি অন্তঃসত্ত্বা । নিজের পরিচয় দিতে ভয় পাচ্ছেন। সবার কথা বুঝতে পারে। কিন্তু কারও কথার কোন উত্তর দেয়না। বয়স আনুমানিক ২২-২৪ বছর হবে। চিকিৎসকরা জানান, বড় ধরনের কোন মানসিক নির্যাতন থেকে সে মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। সব সময় আতঙ্কে থাকে। মানসিকভাবে দুর্বল হয়ে পড়েছে। হাসপাতালে কর্তব্যরত সমাজসেবা কর্মকর্তা এরশাদ আলী জানান, অজ্ঞাত এই নারীর পরিচয় জানান চেষ্টা চলছে। কিন্তু কোনক্রমেই তার কাছ হতে পরিচয় বের করা যাচ্ছে না। এমনকি তার কোন আত্মীয় স্বজনকে পাওয়া যাচ্ছে না। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে সমাজসেবা বিভাগ সহায়তা করছে। তার পরিচয় নিশ্চিত হতে হাসপাতাল কর্তৃপক্ষ গণমাধ্যম কর্মীদের সহায়তা আশা করেছেন। লালমনিরহাটের সিভিল সার্জন ডাঃ কাসেম আলী জানান, অন্তঃসত্ত্বা পরিচয়হীন নারীকে হাসপাতাল কর্তৃপক্ষ সব ধরনের সহযোগিতা করছে। কিন্তু তার পরিচয় জানা খুব দরকার।
×