ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ফাটল ॥ আতঙ্ক

প্রকাশিত: ০৯:৪৩, ২৯ জানুয়ারি ২০২০

রূপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে ফাটল ॥ আতঙ্ক

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ২৮ জানুয়ারি ॥ রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ভবনে বেশ কয়েকটি কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ছাদের আস্তর খসে পড়ছে। এতে করে প্রতিনিয়ত ভবনে ধসের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা চলছে। এতে করে হাসপাতালের ডাক্তাররা আতঙ্কে দিন পার করছেন। এছাড়া হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগীরাও থাকে চরম আতঙ্কে। জানা গেছে, ২০০৯ সালে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগের ভবনটি চালু করা হয়। কিন্তু ২০১৫ সালের দিকে স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি কক্ষে ফাটল দেখা দেয়। পরে পর্যায়ক্রমে আরও বেশ কয়েকটি কক্ষে আবার ফাটল দেখা দেয়। বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগ ভবনের নিচ তলায় ৫, ৬, ৮, ৯, ১২, ১২, নং কক্ষের দেয়ালে ফাটল দেখা দিয়েছে। এছাড়া ২য় তলার কিছু অংশে ও ৩য় তলায় রোগীদের ওয়ার্ডে দেয়ালের কিছু অংশে ফাটল দেখা দিয়েছে। তবে ৯ নং ও ৫ নং, ৬ নং কক্ষের দেয়ালে সবচেয়ে বেশি ফাটল দেখা দিয়েছে। এ কক্ষগুলোর দেয়াল ফেটে ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে। এছাড়া ভবনের দেয়ালের আস্তর খসে পড়ছে। অথচ হাসপাতালের ইমারজেন্সি বিভাগের ভবনটি ১৯৭২ সালে উদ্বোধন করা হয়েছিল। কিন্তু এত বছর পেরিয়ে গেলেও ওই ভবনটি এখনও ভাল রয়েছে। তবে, বহির্বিভাগের ভবনটি ৫ বছর না পেরোতেই বিভিন্ন কক্ষে ফাটল দেখা দিয়েছে। নি¤œমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করায় ৫ বছর না পেরোতেই ভবনের এ অবস্থা দেখা দেয়। ভবন ফাটলের বিষয়টি বেশ কয়েকবার উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হলেও তারা এখনও কোন ব্যবস্থা গ্রহণ করেনি বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের চিকিৎসকরা জানান, হাসপাতালের বহির্বিভাগের বেশকিছু ভবনের কিছু কক্ষে ফাটল দেখা দিয়েছে। গত ৪ বছর ধরে ভবন ধসের ঝুঁকি নিয়েই তারা রোগীদের চিকিৎসা দিয়ে আসছেন দিনের পর দিন। তবে তারা বেশ কয়েকবার সিভিল সার্জন অফিস ও স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে জানালেও তারা এত বছরেও কোন ব্যবস্থা গ্রহণ করেনি। শীঘ্রই ভবনটি মেরামত না করা হলে যে কোন সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদ আলম মামুন বলেন, ভবনে ভাটলের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বছরেই কর্তৃপক্ষ হাসপাতালটি পরিদর্শন করে ফাটল ধরা কক্ষগুলো মেরামতের ব্যবস্থা করবে।
×