ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫০ বছরের পুরনো রেলপথ

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ জানুয়ারি ২০২০

৫০ বছরের পুরনো রেলপথ

ব্রিটেনে একটি ৫০ বছরের পুরনো রেলপথ নতুন করে চালু করা হচ্ছে। নর্দাম্বরল্যান্ডের ৫ হাজার মাইল দৈর্ঘ্য বিশিষ্ট রেলপথটিতে দেড় হাজার স্টেশন রয়েছে। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৫শ’ মিলিয়ন পাউন্ড। ধারণা করা হচ্ছে বরাদ্দকৃত অর্থ প্রকল্পটি বাস্তবায়নের জন্য যথেষ্ট হবে না। রেল রুটটি চালু করা প্রধানমন্ত্রী বরিস জনসনের একটি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল। প্রকল্পের কাজ শুরু করার জন্য পরিবহনমন্ত্রী গ্র্যান্ট শ্যাপস শীঘ্রই ল্যাঙ্কাশায়ারের ফ্লিটউইড যাচ্ছেন। - বিবিসি বিবিসির ভুল মার্কিন বাস্কেটবল তারকা কোবে ব্রায়ান্টের মৃত্যু সংবাদটি প্রচার করতে গিয়ে বিবিসি একটি ভুল করেছে। বিবিসি নিউজে এ সম্পর্কিত প্রচারিত ভিডিওতে কোবে ব্রায়ান্টের পরিবর্তে লেব্রোন জেমসকে দেখান হয়। বিবিসি অবশ্য মানবিক ভুল স্বীকার করে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছে। ওই ভিডিওতে ব্রায়ান্টের খেলোয়াড় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছিল। উভয়ই কৃষ্ণাঙ্গ খেলোয়াড় এবং তাদের মধ্যে বেশ সাদৃশ্য আছে। -আলজাজিরা
×