ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

টেনেসি নদীর ঘাটে আগুনে পুড়ে মরল আটজন

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ জানুয়ারি ২০২০

টেনেসি নদীর ঘাটে আগুনে পুড়ে মরল আটজন

যুক্তরাষ্ট্রের আলাবামা অঙ্গরাজ্যে টেনেসি নদীর একটি ঘাটে আগুন লেগে বহু নৌকা পুড়ে আটজন মারা গেছে। সোমবার অঙ্গরাজ্যটির স্কটসবোরো শহরের জ্যাকসন কাউন্টি পার্কের ঘাটে ঘটনাটি ঘটে। বিবিসি। সোমবার রাতে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। এতে ঘাটের ভাসমান ডকে নোঙর করে থাকা ৩৫টি নৌকা পুড়ে যায়। ওই সময় নৌকাগুলোতে ঘুমন্ত অনেক লোক ছিল। আগুনে কাঠের তৈরি ডকটি পুড়ে গেলে ওপরের এ্যালুমিনিয়ামের আচ্ছাদন ভেঙ্গে পড়ে। এতে বেশ কয়েকটি নৌকা ডুবে যায়। ঘটনার সময় পানিতে ঝাঁপিয়ে পড়া সাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাশিয়াকে টপকে দ্বিতীয় শীর্ষ অস্ত্র উৎপাদনকারী চীন রাশিয়াকে পেছনে ফেলে চীন এখন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সোমবার এক রিপোর্টে এ কথা বলা হয়েছে। ২০১৭ সালের বার্ষিক রিপোর্টকে স্টকহোমভিত্তিক সংস্থাটি সংশোধন করে এ তথ্য জানিয়েছে। রয়টার্স। ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট আগের রিপোর্টে চীনা অস্ত্র নির্মাণকারী কোম্পানিগুলোকে বাদ রেখেছিল। এ ব্যাপারে তাদের কাছে যথেষ্ট তথ্য ছিল না। ফলে রাশিয়াকে তারা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র উৎপাদনকারী দেশ হিসেবে রেখেছিল। যুক্তরাষ্ট্র যথারীতি বিশ্বের এক নম্বর অস্ত্র উৎপাদনকারী দেশের তালিকায়ই রয়েছে।
×