ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিরিয়ায় রুশ ও মার্কিন সেনা মুখোমুখি

প্রকাশিত: ০৯:৩২, ২৯ জানুয়ারি ২০২০

সিরিয়ায় রুশ ও মার্কিন সেনা মুখোমুখি

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সেনারা মুখোমুখি অবস্থান নিয়েছে। উত্তেজনার মধ্যে দুই দেশের যুদ্ধবিমান উড়তে দেখা গেছে। সোমবার বিকেলে হাসাকা প্রদেশের তাল আমর এলাকায় এ ঘটনা ঘটে। মস্কো টাইমস। আমর এলাকায় রাশিয়া এবং মার্কিন সেনাদের মধ্যে সংঘর্ষ হয়। দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর তাদের সামরিক যানগুলো দু’দিকে চলে যায়। তবে দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের পর ওই এলাকায় রাশিয়ার যুদ্ধ হেলিকপ্টার এবং মার্কিন যুদ্ধবিমান উড়তে দেখা যায়। তাল আমর এলাকার তেলখনি থেকে মার্কিন সেনারা তেল চুরি করছে বলে অভিযোগ রয়েছে। রাশিয়ার সেনাবাহিনী ওই এলাকায় ঢুকতে গেলে মহাসড়কে তাদের গতিরোধ করে মার্কিন সেনারা। ফলে উত্তেজনা দেখা দেয় এবং কিছুক্ষণের মধ্যে সেখানে যুদ্ধ হেলিকপ্টার ও বিমান চলে আসে। তবে গত পাঁচদিনে সিরিয়ায় রুশ-মার্কিন সেনারা অন্তত চারবার মুখোমুখি অবস্থান নেয় বলে মস্কো টাইমসের খবরে উল্লেখ করা হয়েছে।
×