ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

প্রকাশিত: ১২:১৫, ২৮ জানুয়ারি ২০২০

সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে গরিব-দুস্থ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার সকালে খাগড়াছড়ি কেন্দ্রীয় ঈদগাহ মাঠে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, দুই হাজার গরিব-দুস্থ শীতার্ত পাহাড়ী-বাঙালীর মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় খাগড়াছড়ি পৌরসভার মেয়র মোঃ রফিকুল আলমসহ সামরিক-বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে.কর্নেল মোঃ জাহিদুল ইসলাম বলেন, পাহাড়ে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সেনাবাহিনী শিক্ষা ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রেখে আসছে। লক্ষ্মীপেঁচার বাচ্চা উদ্ধার সংবাদদাতা, শ্রীমঙ্গল, ২৭ জানুয়ারি ॥ মৌলভীবাজারের কমলগঞ্জের ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মী পেঁচার বাচ্চা উদ্ধার করেছে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনরা। সোমবার সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষ্মীপেচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে প্রাণীগুলোকে সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণের জন্য রাখা হয়। বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ফায়ার সার্ভিসের ছাদে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি লক্ষ্মীপেচার বাচ্চা দেখতে পায়। পরে ফায়ার সার্র্র্ভিসের ইনচার্জ আব্দুল কাদির আমাদের খবর দিলে আমরা প্রাণীগুলো নিয়ে আসি। এগুলোর বয়স প্রায় ১ মাস হবে।
×