ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

খাগড়াছড়িতে রাখাইন পল্লী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

প্রকাশিত: ১২:১৫, ২৮ জানুয়ারি ২০২০

খাগড়াছড়িতে রাখাইন পল্লী উচ্ছেদের প্রতিবাদে মানববন্ধন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ উন্নয়নের নামে চট্টগ্রামে-কক্সবাজার উপকূলে সুপার ডাইক নির্মাণে কক্সবাজারের চৌফলদ-ী রাখাইন পল্লীতে ভূমি অধিগ্রহণের প্রতিক্রিয়ার প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন করেছে রাখাইন সম্প্রদায় ও বামপন্থী সংগঠন। সোমবার সকালে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, কক্সবাজারের চৌফলদ-ীতে উপকূল সুরক্ষায় সুপার ডাইক নির্মাণ হলে ৪ শ’ বছরের পুরানো রাখাইন পল্লী, বৌদ্ধ মন্দির ও শ্মশান উচ্ছেদ হবে। এতে রাখাইন সম্প্রদায় বিলুপ্তের পাশাপাশি অনেক পরিবার নিঃস্ব হয়ে যাবে। মানবিক দিক বিবেচনা করে চৌফলদ-ীর পরিবর্তে অন্যস্থানে প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের দাবি জানানো হয় মানববন্ধন থেকে। মানববন্ধনে খাগড়াছড়ি সচেতন নাগরিকবৃন্দের আহ্বায়ক শাহাদত হোসেন, বাসদ খাগড়াছড়ি শাখার সমন্বয়ক কবির হোসেন ও ক্যচিন রাখাইন অন্যের মধ্যে বক্তব্য রাখেন। মানবন্ধন শেষে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপমন্ত্রী এনামুল হক শামীম বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়। রাজশাহীতে বিজিবির সঙ্গে চোরাকারবারির গোলাগুলি স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ সাহাপুর সীমান্ত এলাকায় বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গোলাগুলির ঘটনা ঘটেছে। রবিবার রাত ১১টার দিকে গোলাগুলির এক পর্যায়ে চোরাকারবারিরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন উদ্ধার করা হয়। রাজশাহী ১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন মাহমুদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, রবিবার রাতে চারঘাট উপজেলার সাহাপুর সীমান্ত দিয়ে ভারত থেকে দেশে অস্ত্র প্রবেশ করবে বলে খবর পায় বিজিবি। খবরের ভিত্তিতে রাত ১১টার দিকে অস্ত্র চোরাকারবারিরা চালান নিয়ে দেশে প্রবেশের সময় বিজিবির অবস্থান টের পেলে গুলি ছোড়ে। এ সময় বিজিবির সদস্যরাও চোরাকারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি ছোড়ে। এ সময় বিজিবি সদস্যরা ২৭ রাউন্ড গুলি ছোড়ে। অবস্থা বেগতিক দেখে চোরাকারবারিরা গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি বিদেশী পিস্তল, চার রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিন পাওয়া যায়।
×