ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রাজশাহীতে শিশু ধর্ষণের পর হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ১২:১৪, ২৮ জানুয়ারি ২০২০

রাজশাহীতে শিশু ধর্ষণের পর হত্যায় দুইজনের মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ শিশুকে পালাক্রমে ধর্ষণের পর হত্যাকা-ের ঘটনায় দুই আসামিকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোঃ মনসুর আলম এ আদেশ দেন। দ-িত আসামিরা হলো- রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার পাকুড়িয়া উত্তরপাড়া মহল্লার মানু মণ্ডলের ছেলে সাইদুর ওরফে গ্যাট এবং একই এলাকার মোঃ হাসেনের ছেলে মোঃ রানা। মৃত্যুদল্ডের পাশাপাশি দুই আসামিকেই এক লাখ টাকা করে অর্থদণ্ড দেয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ২৩ আগস্ট শাহমখদুম থানার মাঝিপাড়া মহল্লার স্বপ্না খাতুন বেলি (১০) নামের এক শিশুকে পালাক্রমে ধর্ষণ করে আসামিরা। পরে শিশুটিকে গলা টিপে হত্যার পর লাশ পরিত্যক্ত একটি কবরস্থানে ফেলে রাখে। এ ঘটনায় স্বপ্নার বাবা সিদ্দিক আলী বাদী হয়ে থানায় মামলা করেন। কুষ্টিয়া নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া থেকে জানান, খন্দকার ইয়াছিন আরাফাত লাল্টু নামের একজন দোকান কর্মচারীকে হত্যার দায়ে এক আসামির মৃত্যুদ- দিয়েছে আদালত। সোমবার দুপুরে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন। ফাঁসির দ-প্রাপ্ত ওই আসামির নাম লিটন (৩২)। আদালত সূত্র জানায়, ২০১৬ সালের ২০ জুন রাত সাড়ে ১১টার দিকে শহরের আড়ুয়াপাড়া এলাকার ৩নং স্কুল সংলগ্ন নয়নের দোকানের সামনে গার্মেন্টস দোকান কর্মচারী ইয়াছির আরাফাত লাল্টু চিপস কিনে খাওয়ার সময় পূর্বশত্রুতার জের ধরে আকস্মাৎ আসামি লিটন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় লাল্টুকে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে পরদিন ২১ জুন রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
×