ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাবনায় ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

প্রকাশিত: ১২:১২, ২৮ জানুয়ারি ২০২০

পাবনায় ২য় যমুনা সেতুর দাবিতে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৭ জানুয়ারি ॥ আরিচা- কাজিরহাট-দৌলতদিয়া সংযোগকারী ওয়াই টাইপ ২য় যমুনা সেতুর দাবিতে সোমবার জেলায় ১৪০ কিলোমিটার মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সকাল ১১টায় ঈশ্বরদী রেলস্টেশন থেকে এ কর্মসূচী শুরু হয়ে দাশুরিয়া, পাবনা শহর, আতাইকুলা, চিনাখড়া, চব্বিশমাইল, দুলাই, আমিনপুর, কাশিনাথপুর, কাজিরহাট, টেবুনিয়া থেকে বাঘাবড়ী পর্যন্ত ১৪০ কিলোমিটার মানববন্ধন বেলা ১২টায় শেষ হয়। পাবনা উন্নয়ন ফোরামের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সাধারণ মানুষ তাদের সব কাজ ফেলে দীর্ঘকালের প্রাণের দাবি যমুনা সেতু বাস্তবায়ন আন্দোলনে অংশ নেন। পাবনা প্রেসক্লাব সড়কে সকাল ১১টায় বীর মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার ফোরাম সদস্যরা জাতীয় পতাকা হাতে যমুনা ব্রিজের দাবিতে মানববন্ধন করেন। এ মানববন্ধনে সরকারী শহীদ বুলবুল কলেজ, পাবনা ইয়াং জার্নালিস্ট ফোরাম, সেন্ট্রাল গার্লস হাইস্কুলের শিক্ষক শিক্ষার্থী ,সাংস্কৃতিক কর্মী, সংবাদকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন সন্টু, বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা শহীদুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষে আবুল কাশেম, জেলা মহিলা যুবলীগ নেত্রী কহিনুর ফেরদৌস কনা, যুবনেতা মুস্তাফিজুর রহমান স্যুইট প্রমুখ। পাবনা উন্নয়ন ফোরাম সভাপতি এস এম হাবিবুল্লাহ দীর্ঘ ১৪০ কিলোমিটার মানবন্ধন সফল করায় পাবনাবাসীকে অভিনন্দন জানিয়ে কাজীরহাট ২য় যমুনা সেতুর দাবি পূরণে আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। পাবনা উন্নয়ন ফোরাম সভাপতি এসকে হাবিবুল্লাহ দাবি করেছেন কাজিরহাট ওয়াই টাইপ ২য় যমুনা সেতু নির্মাণ করা হলে ঢাকার সঙ্গে পাবনার যোগাযোগের দূরত্ব ৮০ কিলোমিটার কমবে। এর পাশাপাশি পাবনায় ব্যাপক শিল্পায়ন, কর্মসংস্থান ও কৃষকরা সহজেই উৎপাদিত পণ্য রাজধানীতে বিক্রি করতে পারবে।
×