ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বরিশালে অশ্বিনী মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা

প্রকাশিত: ১২:০৭, ২৮ জানুয়ারি ২০২০

বরিশালে অশ্বিনী মেলায় সাংস্কৃতিক সন্ধ্যা

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ শিক্ষানুরাগী মহাত্মা অশ্বিনী কুমার দত্তের ১৬৪তম জন্মদিন উপলক্ষে বরিশালে দুই দিনব্যাপী অশ্বিনী মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধনী দিনে সঙ্গীত পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। নগরীর সরকারী বরিশাল কলেজ ক্যাম্পাসে এই মেলার আয়োজন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদ।’ শনিবার বিকেলে মেলার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন। উদ্বোধনী আলোচনায় বক্তব্য রাখেন সরকারী বরিশাল কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিজন এ্যাডভোকেট এসএম ইকবাল, নাট্যজন সৈয়দ দুলাল, উদীচী শিল্পগোষ্ঠীর সভাপতি সাইফুর রহমান মিরন, সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু। সভাপতিত্ব করেন মহাত্মা অশ্বিনী কুমার স্মৃতি সংসদের সভাপতি স্নেহাংসু বিশ্বাস। উদ্বোধনী দিনে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই দিন মহাত্মা অশ্বিনী দত্তের প্রতিষ্ঠিত ব্রজমোহন (বিএম) বিদ্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়।
×