ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইংল্যান্ডের সিরিজ জয়

প্রকাশিত: ১২:০৩, ২৮ জানুয়ারি ২০২০

ইংল্যান্ডের সিরিজ জয়

স্পোর্টস রিপোর্টার ॥ জোহানেসবার্গ টেস্টে ১৯১ রানের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। জয়ের জন্য ৪৬৬ রানের অসম্ভব লক্ষ্যে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সোমবার চতুর্থ দিনের শেষ বেলায় ২৭৪ রানে অলআউট হয়ে গেছে দক্ষিণ আফ্রিকা। স্বাগতিকদের হয়ে ফন ডার ডুসেন সর্বোচ্চ ৯৮ রান করে আউট হন। কুইন্টন ডি কক ৩৯, টেম্বা বাভুমা ২৭ রান করে ফেরেন। তার আগে অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসিস আউট হন ৩৫ রান করে। ইংল্যান্ডের হয়ে মার্ক উড ৪, স্টুয়ার্ড ও বেন স্টোকস নেন দুটি করে উইকেট। প্রথম ইনিংসে ১৮৩ রানে গুটিয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। আর ইংল্যান্ড করেছিল হয় ৪০০ ও ২৪৮ রান। সেঞ্চুরিয়নে ১০৭ রানের দাপুটে জয়ে সিরিজ শুরু করেছিল প্রোটিয়ারা। কিন্তু স্বাগতিকরা সেই ধারা ধরে রাখতে পারেনি। কেপটাউন ও পোর্ট এলিজাবেথে যথাক্রমে ১৮৯ রান এবং ইনিংস ও ৫৩ রানের বড় জয়ে ২-১এ সিরিজে এগিয়ে গিয়েছিল জো রুটের ইংল্যান্ড। জোহানেসবার্গেও সেই ধারা ধরে রেখে সিরিজের ব্যবধান ৩-১এ শেষ করল রুট-বাহিনী। পূর্ণাঙ্গ এই সফরে ইংলিশরা সমান তিন ম্যাচের ওয়ানডে ও টি২০ সিরিজ খেলবে। কেপটাউনে প্রথম ওয়ানডে ৪ ফেব্রুয়ারি। স্কুল ক্রিকেটে সাকিব ও অনিকের সেঞ্চুরি স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেটে সেঞ্চুরি হাঁকিয়েছেন সাকিবুল হাসান বাপ্পী ও অনিক। ব্রাহ্মণবাড়িয়ার অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের অধিনায়ক ও উইকেটরক্ষক ব্যাটসম্যান সাকিব ১৬১ রানের ঝড়ো ইনিংস উপহার দেন। আর বরিশালের চরবাড়িয়া হাই স্কুলের ব্যাটসম্যান অনিক ১১১ রানের দারুণ ইনিংস খেলেন। আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের বিরুদ্ধে উদ্বোধনী ব্যাটসম্যান সাকিব ১৬১ রানের ইনিংসটি ১১৮ বল, ২০ বাউন্ডারি আর ৬ ছক্কায় সাজান। ১৭৪ রানের বড় জয় পেয়েছে অন্নদা সরকারী স্কুল। বরিশাল জেলা পর্যায়ের ম্যাচে বরিশাল মডেল স্কুলের বিরুদ্ধে ১৫০ বলে ১১১ রানের দারুণ এক ইনিংস খেলে দলকে জেতান অনিক। প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৭৬ রানের বড় স্কোর গড়ে চরবাড়িয়া হাই স্কুল। ২০৪ রানের বড় জয় পেয়েছে অনিকের স্কুল।
×