ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুশফিক, তামিম, রিয়াদ, মুস্তাফিজরাও খেলবেন ॥ বাদ তুষার ইমরান

বিসিএল শুরু ৩১ জানুয়ারি

প্রকাশিত: ১২:০১, ২৮ জানুয়ারি ২০২০

বিসিএল শুরু ৩১ জানুয়ারি

স্পোর্টস রিপোর্টার ॥ ঘরোয়া ক্রিকেট লীগের দীর্ঘ পরিসরের খেলা এলেই জাতীয় দলের ক্রিকেটারদের মেলে না। সেই ধারণা বদলে গেছে। এবার বাংলাদেশ ক্রিকেট লীগে (বিসিএল) খেলবেন তামিম ইকবাল, মুশফিকুর রহীম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমানরাও। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লঙ্গারভার্সন প্রথম শ্রেণীর এ লীগ প্রথম রাউন্ড দিয়ে শুরু হবে ৩১ জানুয়ারি। চারদিনের ম্যাচের এ লীগ ফাইনাল ম্যাচ দিয়ে শেষ হবে ২৪ ফেব্রুয়ারি। ওয়ালটন মধ্যাঞ্চল, ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল, বিসিবি দক্ষিণাঞ্চল ও বিসিবি উত্তরাঞ্চল লীগে অংশ নেবে। এ লীগ ১৮ দিন ধরে চলবে। সোমবার লীগের খেলোয়াড় বাছাই হয়ে গেছে। জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা প্রথম ও তৃতীয় রাউন্ড খেলবেন। মুশফিক ও ইমরুল কায়েসকে প্রথম রাউন্ডের পর মিলবে। কিন্তু লীগে ফিটনেস টেস্টে উতরাতে না পারায় প্রথম শ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ১১৭০৪ রান করা তুষার ইমরানকে কোন দলে রাখা হয়নি। মাশরাফি বিন মর্তুজা তো লঙ্গারভার্সন ক্রিকেট খেলেন না। তাই তিনি নেই। আর সাকিব আল হাসানতো ক্রিকেট থেকে এক বছরের জন্য নিষিদ্ধ। তাই তিনিও নেই। মোট ৫৪ ক্রিকেটারকে চার দলে ভাগ করে নেয়া হয়েছে। দলগুলো মোট ২৪ জনকে ধরে রেখেছে। তিন বছর পর মুস্তাফিজকে দেখা যাবে লীগে। ২০১৭ সালে সর্বশেষ খেলেছিলেন মুস্তাফিজ। বিসিএলের প্রথম রাউন্ড চলবে ৩১ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত। এ রাউন্ড খেলে জাতীয় দলের টেস্ট ক্রিকেটাররা পাকিস্তানে প্রথম টেস্ট খেলতে যাবেন। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। এ টেস্টটির আগে জাতীয় দলের মুমিনুল, তামিম, মাহমুদুল্লাহ, আল আমিন হোসেন, শফিউল ইসলাম, আবু জায়েদ রাহী, নাঈম হাসান, সাইফ হাসান, এবাদত হোসেন চৌধুরীরা প্রথম রাউন্ড খেলে নিজেদের ভালভাবে ঝালাই করে নিতে পারবেন। টেস্টটি খেলে এসে আবার জাতীয় দলের তারকা ক্রিকেটাররা ১৪ থেকে ১৭ ফেব্রুয়ারি তৃতীয় রাউন্ডে অংশ নেবেন। যখন পাকিস্তানে টেস্ট খেলবে জাতীয় দলের ক্রিকেটাররা তখন লীগের দ্বিতীয় রাউন্ড হয়ে যাবে। তিন রাউন্ডে একেকটি দল পরস্পরের বিরুদ্ধে একটি করে মোট তিনটি ম্যাচ খেলবে। যে দুটি দল পয়েন্ট তালিকার শীর্ষে থাকবে, তারা ২১ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির ফাইনালে খেলবে। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রথম রাউন্ড মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা হবে। দ্বিতীয় রাউন্ড কক্সবাজার ও সিলেটে হবে। তৃতীয় রাউন্ড কক্সবাজারে হবে। ফাইনাল হবে সিলেটে। এর আগে সাতবারের এ লীগে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল চারবার, ওয়ালটন মধ্যাঞ্চল দুইবার, উত্তরাঞ্চল একবার চ্যাম্পিয়ন হয়। সর্বশেষ দুইবার দক্ষিণাঞ্চল চ্যাম্পিয়ন হয়। এবার চ্যাম্পিয়ন হলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হবে দলটি। তবে অষ্টম আসরে দক্ষিণাঞ্চলের ফ্র্যাঞ্চাইজি থাকছেনা প্রাইম ব্যাংক। তারা নিজেদের ফ্র্যাঞ্চাইজি থেকে সরিয়ে নিয়েছে। বিসিবির অধীনেই তাই উত্তরাঞ্চলের মতো দক্ষিণাঞ্চলও চলবে। কে কোন্্ দলে বিসিবি উত্তরাঞ্চল ॥ মুশফিকুর রহীম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ, সুমন খান, রনি তালুকদার, মাহিদুল ইসলাম, তানভির হায়দার, সাঞ্জিত সাহা, রিশাদ হোসেন, জহুরুল ইসলাম, সালাউদ্দিন শাকিল, এনামুল হক জুনিয়র, মিজানুর রহমান, হোসেন আলী ও মুক্তার আলী, আরিফুল হক, নাঈম ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, সানজামুল ইসলাম, এবাদত হোসেন। বিসিবি দক্ষিণাঞ্চল ॥ মাহমুদুল্লাহ রিয়াদ, ফজলে মাহমুদ রাব্বি, শামসুর রহমান, ফরহাদ রেজা, আল আমিন জুনিয়র, কামরুল ইসলাম, নাসুম আহমেদ, শাহরিয়ার নাফিস, রবিউল হক, ইরফান শুক্কুর, আমিনুল ইসলাম, মাহমুদুল হাসান, রুবেল মিয়া, আবদুর রাজ্জাক, আল আমিন, এনামুল হক, মেহেদি হাসান, নুরুল হাসান, শফিউল ইসলাম। ওয়ালটন মধ্যাঞ্চল ॥ মোহাম্মদ মিঠুন, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, রকিবুল হাসান, মুকিদুল ইসলাম, জাকের আলি, নাঈম শেখ, নাজমুল ইসলাম, ইরফান হোসেন, আবদুল মুজিব, সোহরাওয়ার্দী শুভ, শরিফুল ইসলাম, আকবর আলি, মেহেদী হাসান মিরাজ, সাইফ হাসান, শুভাগত হোম, তাইবুর রহমান, নাজমুল হোসেন, আরাফাত সানি, শদিউল ইসলাম। ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল ॥ মুমিনুল হক, তামিম ইকবাল, ইমরুল কায়েস, রুবেল হোসেন, ইয়াসির আলী চৌধুরী, হাসান মাহমুদ, পিনাক ঘোষ, তাইজুল ইসলাম, জাকির হাসান, তানভির ইসলাম, নাসির হোসেন, অমিত হাসান, রাজা, ইমানুর উজ্জামান, খালেদ আহমেদ, রনি চৌধুরী, আবু জায়েদ রাহি, আফিফ হোসেন, নাঈম হাসান।
×