ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় জার্মানির এ্যাঞ্জেলিক কারবারের

কোয়ার্টার ফাইনালে সিমোনা-মুগুরুজা

প্রকাশিত: ১২:০০, ২৮ জানুয়ারি ২০২০

কোয়ার্টার ফাইনালে সিমোনা-মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন সিমোনা হ্যালেপ, গারবিন মুগুরুজা এবং এ্যানেট কোন্টাভেইট। সোমবার চতুর্থ রাউন্ডে দারুণ জয়ে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন তারা। তবে মেলবোর্নের চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন এ্যাঞ্জেলিক কারবার। রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে হেরে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ ষোলো থেকেই বিদায় নিলেন জার্মান টেনিসের এই প্রতিভাবান খেলোয়াড়। অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ পর্বের ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপ ৬-৪ এবং ৬-৪ সেটে পরাজিত করেন বেলজিয়ামের এলিস মার্টেন্সকে। সরাসরি সেটে জিতে মেলাবোর্নের শেষ আটের টিকেট নিশ্চিত করে দারুণ রোমাঞ্চিত রোমানিয়ান তারকা। পরের ম্যাচগুলোতেও পারফর্মেন্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে চান তিনি। গত মৌসুমে উইম্বলডনের শিরোপা জিতেছিলেন বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের তিন নম্বরে থাকা সিমোনা হ্যালেপ। তবে শেষটা তার ভাল কাটেনি তার। যে কারণে নতুন মৌসুম শুরুর আগে কঠোর অনুশীলন করেছেন তিনি। সেই ফল যেন হাতেনাতেই পেলেন হ্যালেপ। চতুর্থ পর্বের বাধা অতিক্রম করার পর তিনি জানালেন, টেনিস কোর্টে দারুণ সময় কাটছে তার। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রোমানিয়ান তারকা বলেন, ‘এই মুহূর্তে টেনিস কোর্টে বেশ ভাল খেলছি আমি। মনে হচ্ছে, সেরা পারফর্মেন্স করছি মেলবোর্নে।’ গত কয়েক বছর ধরেই টেনিস কোর্টের আলোচিত মুখ সিমোনা হ্যালেপ। বিশেষ করে ২০১৮ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পান তিনি। তার আগে সুযোগ ছিল অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হওয়ারও। কিন্তু শিরোপা জয়ের লড়াইয়ে সেবার ক্যারোলিন ওজনিয়াকির কাছে হেরে যান তিনি। এবার অবশ্য দারুণ সুযোগ আছে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা উঁচিয়ে ধরার। কেননা, বাঘা বাঘা খেলোয়াড়দের অনেকেই ছিটকে গেছেন এবার। সেরেনা-শারাপোভা, ওসাকা-পিসকোভাদের বিদায়ে তার পথটা এবার অনেকটাই সহজ। শেষ আটে হ্যালেপর প্রতিপক্ষ এখন এ্যানেট কোন্টাভেইট। এস্তোনিয়ার এই তারকাও এবার মেলবোর্নে শুরু থেকে দুর্দান্ত খেলছেন। চতুর্থ পর্বের ম্যাচে তিনি ৬-৭ (৪/৭), ৭-৫ এবং ৭-৫ সেটে পরাজিত করেন পোল্যান্ডের ইগা সুইয়াটেককে। সেই সঙ্গে ক্যারিয়ারের প্রথমবার অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে জায়গা করে নেন তিনি। শুধু তাই নয়, এস্তোনিয়ারও প্রথম খেলোয়াড় হিসেবে এই কীর্তি গড়েছেন কোন্টাভেইট। এ প্রসঙ্গে ২৪ বছর বয়সী কোন্টাভেইট বলেন, ‘কোর্টে প্রকৃত লড়াই করেই জয় ছিনিয়ে এনেছি। প্রথমবার এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট কেটে আমি খুব খুশি। সত্যি বলতে, এখনও আমি কাঁপছি। এর চেয়ে আর বেশি খুশি হওয়ার কিছুই নেই আমার। চতুর্থ পর্বে প্রতিটি পয়েন্টের জন্যই লড়েছি আমি। শেষ পর্যন্ত জিতেছি সেজন্য আমি খুশি।’ দিনের আরেক ম্যাচে গারবিন মুগুরুজা ৬-৩ এবং ৬-৩ সেটে কিকি বার্টেন্সকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছেন। সেইসঙ্গে ২০১৭ সালের পর প্রথমবারের মতো মেলবোর্নের এই টুর্নামেন্টের শেষ আটের টিকেট কাটেন স্প্যানিশ টেনিস তারকা। অথচ ভাইরাসজনিত ইনজুরির কারণে এবার তার অস্ট্রেলিয়ান ওপেনে খেলা নিয়েই দেখা দিয়েছিল সংশয়। তবে এখন শারীরিকভাবে বেশ ভাল অনুভব করছেন তিনি। এ প্রসঙ্গে ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন মুগুরুজা বলেন, ‘প্রতিটি দিনই নিজেকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করছি। এখন মনে হচ্ছে আমার শরীর বেশ ভাল অবস্থায় আছে। যেভাবে এখানে খেলছি তাতেও আমি দারুণ খুশি।’ কোয়ার্টার ফাইনালে বুধবার রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোর মুখোমুখি হবেন মুগুরুজা। পাভলিউচেঙ্কোভা চতুর্থ রাউন্ডে বিদায় করেছেন জার্মানির এ্যাঞ্জেলিক কারবারকে। শেষ ষোলোর ম্যাচে সোমবার পাভলিউচেঙ্কোভা ৬-৭ (৫/৭), ৭-৬ (৭/৪) এবং ৬-২ সেটে পরাজিত করেন তিন গ্র্যান্ডস্লামের মালিক এ্যাঞ্জেলিক কারবারকে। এর ফলে চতুর্থ রাউন্ড থেকেই বিদায় নিতে হলো বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে।
×