ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাংলাদেশ দলের ব্যর্থতায় অবাক পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম

মুস্তাফিজকে সেরা পেসার হওয়ার পরামর্শ

প্রকাশিত: ১২:০০, ২৮ জানুয়ারি ২০২০

মুস্তাফিজকে সেরা পেসার হওয়ার পরামর্শ

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল টি২০) খেলা শেষ হতেই পাকিস্তান সফরে তিন ম্যাচের টি২০ সিরিজ খেলতে যায় বাংলাদেশ ক্রিকেটাররা। টি২০র মধ্যে থাকায় স্বাভাবিকভাবেই আশা ছিল ভাল কিছু মিলবে। বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সিরিজ জয়ের আশা নিয়েই পাকিস্তান যান। কিন্তু হয়ে গেছে উল্টো। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার হয়ে গেছে। বাংলাদেশ পাত্তাই পায়নি। লড়াই যে ছুড়ে দেবে পাকিস্তানকে, তাও করতে পারেনি। আর তাই বাংলাদেশের ব্যর্থতা দেখে অবাক হয়েছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। বাংলাদেশের ব্যর্থতায় অবাক হওয়ার সঙ্গে ‘কাটার মাস্টার’ খ্যাতি কুড়ানো মুস্তাফিজুর রহমানের ব্যর্থতা নিয়েও হতাশ ওয়াসিম। মুস্তাফিজকে আবার সেরা পেসার হওয়ার পরামর্শও দিয়েছেন। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টি২০তে ৫ উইকেটে হারের পর দ্বিতীয় টি২০তে ৯ উইকেটের বড় ব্যবধানে হারে বাংলাদেশ। প্রথম টি২০তে তাও পাকিস্তানকে শেষ ওভার পর্যন্ত খেলায় নেয়া যায়। কিন্তু দ্বিতীয় টি২০তে বাংলাদেশকে উড়িয়ে দেয় পাকিস্তান। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; কোন বিভাগেই নজর কাড়তে পারেনি বাংলাদেশ। আর তাই ওয়াসিম তৃতীয় টি২০র আগে বলেছেন, ‘মাঠে বাংলাদেশ দলের মধ্যে কোন আক্রমণাত্মক ভাব দেখিনি। এমনকি বোলিংয়েও কোন পরিকল্পনা দেখিনি।’ বাংলাদেশ দলকে নিয়ে কথা বলার সঙ্গে তিনি যেহেতু একজন সাবেক পেসার, তাই বাংলাদেশের মুস্তাফিজকে নিয়ে আলোচনা করেছেন। তিনি আবার সেরা পেসার হওয়ার পরামর্শ মুস্তাফিজকে দিয়েছেন। বলেছেন, ‘মুস্তাফিজের বোলিং সম্পর্কে এখন সহজেই অনুমান করতে পারেন ব্যাটসম্যানরা। আর এ কারণেই আগের মতো পারফর্মেন্স করলেও মুস্তাফিজ সফল হতে পারছেন না।’ সঙ্গে যোগ করেন, ‘মুস্তাফিজের কব্জির পজিশন নিয়ে কাজ করা উচিত।’ সুইং নিয়েও কাজ করার পরামর্শ দিয়েছেন ওয়াসিম। তিনি মনে করেন, ‘এসব ক্ষেত্রে উন্নতি ঘটাতে পারলে আবারও বিশ্বের ব্যাটসম্যানদের কাছে কঠিন হয়ে উঠতে পারবেন মুস্তাফিজ। মুস্তাফিজের উচিত বলের রিলিজ নিয়ে কাজ করা। তার কব্জির পজিশনটা এমনভাবে থাকে যে ডানহাতি ব্যাটসম্যানের বিপরীত দিকে বল যেতে থাকে। সে হয়ত একজন প্রতিভাবান বোলার। কিন্তু এখন তার বোলিং অনুমান করে ফেলা যায়-ডানহাতি ব্যাটসম্যানের বাইরের দিকে বল যাবে আর বাঁহাতি ব্যাটসম্যানের ভেতরে ঢুকবে। এখনও সে তরুণ। শেখার সময় আছে। আউটসুইংও শিখতে পারলে তাকে মোকাবেলা করা কঠিন হবে।’ বাংলাদেশের অন্যতম পেসার মুস্তাফিজ। বোলিংয়ে যেন আগের মতো ক্ষুরধার ভাব নেই। বল হাতে ধারাবাহিকভাবে ভাল করতে পারছেন না। মুস্তাফিজ ক্যারিয়ারের শুরুর সময়ে যেভাবে এগিয়েছিলেন, তাতে ‘সময়ের সেরা’ হিসেবেই আখ্যায়িত করেছিলেন অনেকে। সেই মুস্তাফিজের পারফর্মেন্সই এখন ছন্নছাড়া। বিপিএলে শুরুতে ভাটা গেলেও শেষে জোয়ার গেছে। দুর্দান্ত নৈপুণ্য দেখিয়েছেন। কিন্তু পাকিস্তান সফরে গিয়ে দুই ম্যাচে আবারও সেই একই ব্যর্থ অবস্থায় পড়ে গেছেন। মুস্তাফিজুর রহমানকে নিয়ে ভাবনাতেই পড়ে থাকতে হচ্ছে টিম ম্যানেজমেন্টকে। প্রথম টি২০তে প্রতি ওভারে (৪ ওভারে ৪০ রান) ১০ রান করে দেন। ১ উইকেট শিকার করেন। তবে দ্বিতীয় টি২০তে (৩ ওভারে ২৯ রান) প্রায় ১০ রানের কাছে দিয়েও কোন উইকেট নিতে পারেননি। মুস্তাফিজের এমন নৈপুণ্যে স্বাভাবিকভাবেই হতাশা জড়িয়ে ধরার কথা। ওয়াসিম আকরামও হতাশ হয়েছেন। তবে সেরা হওয়ার পরামর্শও দিয়েছেন।
×