ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পাকিস্তান-বাংলাদেশ সিরিজ;###;রাতেই দেশে ফিরলেন মাহমুদুল্লাহরা, সিরিজ ২-০ ব্যবধানেই শেষ হলো

লাহোরে বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি২০ ম্যাচ

প্রকাশিত: ১১:৫৯, ২৮ জানুয়ারি ২০২০

লাহোরে বৃষ্টিতে পরিত্যক্ত শেষ টি২০ ম্যাচ

স্পোর্টস রিপোর্টার ॥ পাকিস্তান সফরে বাংলাদেশের যে অবস্থা হয়েছিল তাতে বলা যেতেই পারে বড় বাঁচাই বেঁচে গেল বাংলাদেশ। তিন ম্যাচের টি২০ সিরিজের ফল ৩-০ হতে পারত। কিন্তু বৃষ্টিতে তৃতীয় ও শেষ টি২০ ম্যাচটি ভেসে যাওয়ায় সিরিজের ব্যবধান ২-০ তেই শেষ হলো। ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। তাতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়া থেকে বাঁচল। তবে খালি হাতেই পাকিস্তান থেকে ফিরতে হলো বাংলাদেশ ক্রিকেটারদের। সোমবার রাতেই দেশে ফিরেন ক্রিকেটাররা। প্রথম টি২০তে ৫ উইকেটে হেরে বাংলাদেশ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। এরপর দ্বিতীয় টি২০তে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজ ২-০ ব্যবধানে হেরে যায়। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হার হয়। তৃতীয় ও শেষ টি২০তে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে খেলতে নামার আগেই শুরু হয় বৃষ্টি। তা আর থামেনি। তাতে করে পৌনে পাঁচটা পর্যন্ত ম্যাচ শুরু করার চেষ্টা করা হয়। তা আর না পারা গেলে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ২-০ ব্যবধানেই সিরিজ শেষ হয়। ম্যাচটি হলে বাংলাদেশ দলের তিন ক্রিকেটার একাদশে থাকার সুযোগ পেতেন। নিজেকে মেলে ধরার চেষ্টাও করতেন। ব্যাটিংয়ে নাজমুল হোসেন শান্ত, বোলিংয়ে হাসান মাহমুদ ও রুবেল হোসেন খেলার সুযোগ পেতেন। কিন্তু বৃষ্টি তাদের সেই সুযোগ কেড়ে নিল। অবস্থা বাজে। তাতে বাংলাদেশ ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হতো, তা ধরেই নেয়া হয়েছে। কিন্তু কে জানে, হঠাৎ ক্রিকেটাররা জ্বলে উঠে হয়ত সান্ত¦নার জয়ও মিলতে পারত! তা আর হলো না। এই সিরিজ হারে, কোন ম্যাচে জয় না পেয়েই খালি হাতেই ফিরতে হলো ক্রিকেটারদের। বিশেষ ফ্লাইটে করে দেশে ফিরে আসেন ক্রিকেটাররা। পাকিস্তানের মাটিতে কখনই যে জিততে পারেনি বাংলাদেশ। তা বজায় থাকল এবারও। এক ম্যাচ জিতে অন্তত পাকিস্তানে প্রথমবার জেতার স্মৃতি নিয়ে দেশে ফেরার আশা ছিল। তাও হলো না। তবে এখনই পাকিস্তানের মাটিতে কোন জয় মিলবে না তা বলা মুশকিল। সামনে যে আরও দুইবার পাকিস্তান সফরে যেতে হবে বাংলাদেশকে। টি২০ সিরিজ খেলতে এবার পাকিস্তান সফরে যাওয়ার পর ফেব্রুয়ারির শুরুতে আবার পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ দল। এবার এক টেস্ট খেলতে যাবে। ৭ থেকে ১১ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে দুই দলের মধ্যকার প্রথম টেস্ট হবে। টেস্টটি খেলে চলে এসে আবার এপ্রিলে পাকিস্তান সফরে যাবেন বাংলাদেশ ক্রিকেটাররা। ৩ এপ্রিল একটি ওয়ানডে ও ৫ থেকে ৯ এপ্রিল দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ খেলতে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ। পাকিস্তান ২০১৮ সালের পর টি২০ সিরিজ জিততে পারে। র‌্যাঙ্কিংয়ের এক নম্বর দল হয়েও পাকিস্তান টানা টি২০ হারের মধ্যে ছিল। গত বছর ৯ ম্যাচ খেলে মাত্র একটি ম্যাচ জিততে পারে। এমনকি পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। লাহোরেই পাকিস্তানকে ধবলধোলাই করে লঙ্কানরা। সেখানেই বাংলাদেশ খেলতে গিয়ে ২ ম্যাচেই হারে। বাংলাদেশকে পেয়ে আবার জ্বলে উঠে পাকিস্তান। তাতে করে র‌্যাঙ্কিংয়েও নিজেদের অবস্থান বজায় রাখে। বাংলাদেশ ৯ নম্বরেই থাকে। এমন বাজে নৈপুণ্য দেখালে কী আর অবস্থানের উন্নতি ঘটতে পারে। পাকিস্তানের মাটিতে এর আগে দুইবার দ্বিপক্ষীয় সিরিজ খেলে সবকটি ম্যাচে হারে বাংলাদেশ। সর্বপ্রথম ২০০৩ সালে ৩ ম্যাচের টেস্ট ও ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে সবকটি ম্যাচে হারে। ২০০৮ সালে ৫ ম্যাচের ওয়ানডে ও এক ম্যাচের টি২০ সিরিজ খেলেও হার হয় সব ম্যাচে। এবার টি২০ সিরিজেও হার হলো। পাকিস্তানের মাটিতে জয়হীনই থাকল বাংলাদেশ। পাকিস্তানের বিরুদ্ধে সবমিলিয়ে ১২ টি২০ ম্যাচ খেলে ১০টিতে হারল বাংলাদেশ। দুটি টি২০তে জয় মিলে। সেটি দেশের মাটিতে। এবার পাকিস্তানের মাটিতে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে যান বাংলাদেশ ক্রিকেটাররা। স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়ে যায়। সেই দুঃস্বপ্ন সঙ্গী করেই রাতে দেশে ফিরেন মাহমুুদুল্লাহ বাহিনী।
×