ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

শাহজালালে গ্রেফতার ১

প্রকাশিত: ১১:৪৭, ২৮ জানুয়ারি ২০২০

শাহজালালে গ্রেফতার ১

স্টাফ রিপোর্টার ॥ পায়ুপথে অবৈধভাবে সোনার বার বহনের অভিযোগে দুবাই ফেরত সারোয়ার আলম (৩৫) নামের এক ব্যক্তিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুর ১২টার দিকে এমিরেটস ইকো ৫৮২ ফ্লাইটে দুবাই থেকে হযরত শাহজালাল আ›তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। এ সময় তাকে হাতেনাতে ধরে ফেলে বিমানবন্দর আর্মড পুলিশ। এ সম্পর্কে আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপ্্স এ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, দুপুরে সারোয়ার আলম নামে ওই যাত্রীকে দুবাই থেকে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর ক্যানোপি এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। এ সময় আর্মড পুলিশের সদস্যরা তাকে চ্যালেঞ্জ করে। পরে বিমানবন্দর আর্মড পুলিশের হেফাজতে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করা হয়। অর্থ আত্মসাত ॥ দুদকের মামলা স্টাফ রিপোর্টার ॥ আমানতকারীদের আমানতের ৯ কোটি ২৫ লাখ টাকা ঋণের নামে উত্তোলন করে আত্মসাত এবং আত্মসাত করা অর্থ গোপন করার অভিযোগে দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের সাবেক চেয়ারম্যান শিহান আবরার চৌধুরীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোঃ সালাহউদ্দিন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। দুদক সজেকা ঢাকা-১ এর মামলা নং-১২। মামলার অপর দুই আসামি হলেন-দি মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ভাইস চেয়ারম্যান বেলায়েত হোসেন ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামসুন নাহার।
×