ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোপীবাগে সংঘর্ষের মামলায় বিএনপির ৫ কর্মী রিমান্ডে

প্রকাশিত: ১১:৪৭, ২৮ জানুয়ারি ২০২০

গোপীবাগে সংঘর্ষের মামলায় বিএনপির ৫ কর্মী রিমান্ডে

কোর্ট রিপোর্টার ॥ রাজধানীর গোপীবাগে বিএনপি-আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়ার একটি মামলায় বিএনপির ৫ কর্মীর ১ দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সোমবার ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোঃ নোমান এ রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ওয়ারী থানার সাব-ইন্সপেক্টর জুলফিকার আলী আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। মামলার এজাহার গ্রহণ করে আগামী ২৬ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখও ধার্য করে দিয়েছেন একই আদালত। রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- জামিল আহম্মেদ তুহিন, বিল্লাল হোসেন, সোহেল, ফারুক ও আকরাম হোসেন মুন্না। আসামিদের পক্ষে খোরশেদ মিঞা আলম, মোহাম্মদ জিয়াউদ্দিন, সাইফুল ইসলাম মিয়াজী জামিনের আবেদন করেছিলেন। জকসু নির্বাচনের দাবিতে ছাত্র সমাবেশ জবি সংবাদদাতা ॥ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) এর দাবিতে ছাত্র সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত। সোমবার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এ আয়োজন করা হয়। আয়োজনের শুরুতে বেলা ১১টায় ভাস্কর্য চত্বরে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ছাত্র সমাবেশ এবং বিশ্ববিদ্যালয়ের বিগত আন্দোলনসমূহ নবীন শিক্ষার্থীদের জানানোর জন্য আলোকচিত্র প্রদর্শন করা হয়। সমাবেশ শেষে শাখা ছাত্র ফ্রন্টে সাধারণ সম্পাদক তানজিম সাকিব বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি জানান। দাবি তিনটি হলো, ‘অবিলম্বে নির্মাণাধীন ছাত্রী হল হস্তান্তরের তারিখ, জকসু নির্বাচনের তারিখ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে ঘিরে সুস্পষ্ট মহাপরিকল্পনা।’
×