ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

এমআইএসটির গ্র্যাজুয়েটদের দেশের উন্নয়নে কাজের আহ্বান শিক্ষামন্ত্রীর

প্রকাশিত: ১১:৪৫, ২৮ জানুয়ারি ২০২০

এমআইএসটির গ্র্যাজুয়েটদের দেশের উন্নয়নে কাজের আহ্বান শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার ॥ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ১৮তম সেরিমনিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমআইএসটির গ্রাজুয়েটরা জাতির আশা আকাক্সক্ষা পূরণে নিজেদের নিয়োজিত রেখে দেশের উন্নয়নে কাজ করার আহ্বান জানিয়েছেন। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করতে হবে। গ্রাজুয়েটদের দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। দেশের সমৃদ্ধি অর্জনে আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি পিতামাতা, শিক্ষক এবং বাংলাদেশের সাধারণ মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য অনুরোধ করেন। সোমবার রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টে এমআইএসটির ক্যাম্পাসে বর্ণঢ্য এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এবারের গ্রাজুয়েশন সেরিমনিতে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল আওরঙ্গজেব চৌধুরী, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল এম আবুল বাশার, আর্মড ফোর্সেস ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মোঃ মাহফুজুর রহমান, মিনিস্ট্রি অব ডিফেন্সের সেক্রেটারি আব্দুল্লাহ আল মহসিন চৌধুরী, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ভাইস চ্যান্সেলর মেজর জেনারেল মোঃ এমদাদ-উল-বারী, এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ ওয়াহিদ-উজ-জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সেরিমনিতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি বলেন, এ বছর এমআইএসটি থেকে সফলভাবে গ্রাজুয়েশন সম্পন্ন করেন ৪৮১ শিক্ষার্থী। এর মধ্যে ৪১৮ বেসামরিক এবং ৬৩ সামরিক শিক্ষার্থী। এই বিপুল সংখ্যক গ্রাজুয়েটদের তিনি অভিনন্দন জানা। তিনি তাদের প্রতি আহ্বান জানান, ১২টি বিভাগের সব গ্রাজুয়েট শিক্ষার্থীদের দেশপ্রেম সততা এবং আন্তরিকতার সঙ্গে দেশের উন্নয়নের জন্য মেধা ও যোগ্যতার সর্বোচ্চ ব্যবহার করতে হবে। শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়ন করতে কঠোর পরিশ্রমের মাধ্যমে উচ্চতর শিক্ষায় মনোনিবেশ করার প্রতিও গুরুত্বারোপ করেন। এমআইএসটির গ্রাজুয়েটগণ জাতির আশা আকাক্সক্ষা পূরণে নিজেদের নিয়োজিত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
×