ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মাগুরায় দুই দলের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানহ আহত ১২

প্রকাশিত: ০৯:৫৭, ২৭ জানুয়ারি ২০২০

মাগুরায় দুই দলের মধ্যে সংঘর্ষে ইউপি চেয়ারম্যানহ আহত ১২

নিজস্ব সংবাদদাতা, মাগুরা ॥ আজ সোমবার সন্ধ্যায় মাগুরা সদর উপজেলার আলমখালী নামকস্থানে সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুইদলের মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয়েছে। আহতদের মধ্যে সদর উপজেলার হাজরাপুর ইউপি চেয়াম্যান কবীর হোসেন রয়েছেন । আহত ১২জনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও আহত , এলাকাবাসী সুত্রে জানাযায় , জেলার মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউপির রাউতড়া স্কুল এন্ড কলেজে ভলিবল খেলাকে কেন্দ্র প্রথমে দুই ছাত্রের মধ্যে বচসা হয় । পরে তা স্থানীয় হাজরাপুর ইউপির বর্তমান চেয়াম্যান কবীর হোসেন ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে সামাজিক বিরোধকে কেন্দ্র করে দুইদলের মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয় । প্রতিপক্ষের হামলয় হাজরাপুর ইউপি চেয়াম্যান কবীর হোসেন (৪২) আহত হন । আহত ১২জনকে মাগুরা ২৫০ শর্য্যা হাসপাতালে চিকিৎসা দেয়া হয় । পুলিশ ঘটনাস্তলে গিয়ে পরিস্থিতি আয়ত্বে আনে এবং ৩জনকে আটক করেছে । মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, সামাজিক বিরোধকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কবীর হোসেন ও সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নানের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। ং
×