ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রাজিলে ঝড় ও ভূমিধসে নিহত ৫৩

প্রকাশিত: ০৯:৩৮, ২৮ জানুয়ারি ২০২০

ব্রাজিলে ঝড় ও ভূমিধসে নিহত ৫৩

ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলে কয়েক দিনের টানা তীব্র ঝড় এবং ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রবিবার দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ইন্ডেপেন্ডেন্ট। মিনাস গেরাইস রাজ্যে ৪৪ জন এবং এর পার্শ্ববর্তী এসপিরিত সান্ত অঞ্চলে ৯ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির স্থানীয় দুর্যোগ সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, এখনও নিখোঁজ রয়েছেন ১৯ জন। এছাড়া ঝড় আরও কয়েকদিন থাকতে পারে বলে সতর্ক করে দেয়া হয়েছে। মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট দলীয় সদস্য এ্যাডাম শিফের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি স্টেফাইন গ্রিশাম। উল্লেখ্য, শিফ ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা ইমপিচমেন্টের অন্যতম উদ্যোক্তা। সম্প্রতি শিফ এক অনুষ্ঠানে বলেন, ট্রাম্প তাকে ভীতি প্রদর্শন করেছেন। এরই প্রেক্ষিতে গ্রিশাম বলেছেন শিফের কিছুটা মানসিক সমস্যা থাকলেও থাকতে পারে। ফক্স টেলিভিশনকে দেয়া সাক্ষাতকারে গ্রিশাম এ মন্তব্য করেন। -ওয়াশিংটন এক্সামিনার ভাইরাসে কমেছে পর্যটক চীনে প্রাণঘাতী করোনা ভাইরাসের বিস্তারের ফলে স্বায়ত্তশাসিত অঞ্চল ম্যাকাওতে পর্যটক আগমন কমে গেছে। বিশ্ব জুয়াড়িদের অন্যতম হাব ম্যাকাওতে গত বছর চীনা নববর্ষের সময় যত পর্যটক গিয়েছিল এ বছর তা ৮০ শতাংশ কমে গেছে। শহরের পর্যটন অফিস জানিয়েছে, বিদেশ থেকে পর্যটক যাওয়া কমেছে ৬৬ শতাংশ আর চীন থেকে পর্যটক যাওয়া কমেছে ৮০ শতাংশ। সাবেক পর্তুগীজ উপনিবেশটি এখন চীনের অর্থনৈতিক প্রতিপত্তি প্রদর্শনের অন্যতম কেন্দ্র। - ব্লুমবার্গ
×