ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ট্রাম্পকে আবারও সুযোগ দেয়া যায় না ॥ হিলারি

প্রকাশিত: ০৯:৩৮, ২৮ জানুয়ারি ২০২০

ট্রাম্পকে আবারও সুযোগ দেয়া যায় না ॥ হিলারি

যুক্তরাষ্ট্রের পক্ষে আরও চার বছরের জন্য ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে মেনে নেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন হিলারি ক্লিনটন। সাবেক ফার্স্টলেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী ছিলেন। তিনি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান। এএফপি। হিলারি রবিবার এএফপিকে দেয়া সাক্ষতকারে বলেন, ‘চলতি বছর নবেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থীকে জিততেই হবে। ট্রাম্প আবার জয়ী হলে দেশের গণতান্ত্রিক ব্যবস্থা হুমকির মুখে পড়বে। কাজেই ডেমোক্র্যাট প্রার্থীকে নির্বাচনে জেতাতে তিনি সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে মন্তব্য করেন।’ তিনি বলেন, ‘আমাদের প্রতিদ্বন্দ্বীর চেয়ে বেশি চেষ্টা চালাতে হবে। কারণ তারা অনেক সংগঠিত এবং তাদের আয়ের অনেক উৎস রয়েছে। এমনকি তারা বিদেশ থেকেও অর্থ সংগ্রহ করে। রিপাবলিকানরা আমাদের চলার পথে যত প্রতিবন্ধকতাই সৃষ্টি করুক না কেন আমাদেরকে তা অতিক্রম করতে হবে।’ রবিবার উটাহ অঙ্গরাজের পার্কসিটিতে অনুষ্ঠিত সানডেন্স ফিল্ম ফেস্টিভালে হিলারিকে নিয়ে একটি প্রামাণ্য ছবির প্রিমিয়ার শো হয়। নানেট বুরস্টেইনের পরিচালিনায় তৈরি ‘হিলারি’ ডকুমেন্টারিতে মার্চে অন এয়ারে যাবে।
×