ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

করোনা ভাইরাস প্রতিরোধে আশার আলো চীনে

প্রকাশিত: ০৯:৩৭, ২৮ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস প্রতিরোধে আশার আলো চীনে

করোনা ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়া ঠেকাতে চেষ্টা করছে চীন। এরই মধ্যে আশার আলো দেখতে পেয়েছেন চিকিৎসকরা। দুটি হাসপাতালের সাতজন মেডিক্যাল স্টাফকে চিকিৎসা দেয়া হয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে তাদের মধ্যে এই ভাইরাসের যেসব লক্ষণ দেখা দিয়েছিল তা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। সিনহুয়া। সিনহুয়া নিউজ এজেন্সি টোংজির ইউনিয়ন মেডিক্যাল কলেজ হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ অব হুয়াংজং ইউনিভার্সিটি অব সাইন্স এ্যান্ড টেকনোলজির কাছ থেকে জানতে পেরেছে যে, ওই হাসপাতালগুলোর সাত মেডিক্যাল স্টাফ নতুন চিকিৎসা গ্রহণের পর সুস্থ আছেন। তাদের মধ্যে এই ভাইরাসের যেসব লক্ষণগুলো দেখা গিয়েছিল সেগুলো নিয়ন্ত্রণে এসেছে। যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা নতুন এই ভ্যাকসিনের সফলতা যাচাই করতে পারেনি। তবুও এই ঘটনাকে সফলতা হিসেবেই দেখছে চীন। ডিসেম্বরে হুবেই প্রদেশের উহান শহরে এই ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে। তারপর থেকেই চীনের বিভিন্ন শহরে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। একটি সামুদ্রিক বাজার থেকেই ওই ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। উহান থেকে এই ভাইরাসের বিস্তার রোধ করতে গণপরিবহন, বিমান চলাচল ও রেল সেবা বাতিল করা হয়েছে। চীনের অন্যান্য শহরে ভ্রমণেও কড়াকড়ি আরোপ করা হয়েছে। স্বাস্থ্য কমিশনের কর্মকর্তারা সোমবার জানিয়েছেন, হুবেই প্রদেশে নিহতের সংখ্যা ৫৬ থেকে ৭৬-তে দাঁড়িয়েছে। অন্যান্য শহরে আরও চারজনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত এই ভাইরাসে প্রাণ হারিয়েছে ৮১ জন।
×