ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

করোনা ভাইরাস ॥ বাড়ানো হলো চান্দ্র নববর্ষের ছুটি

প্রকাশিত: ০৯:৩৬, ২৮ জানুয়ারি ২০২০

করোনা ভাইরাস ॥ বাড়ানো হলো চান্দ্র নববর্ষের ছুটি

চীনে রহস্যময় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে ৮১ তে পৌঁছেছে। নতুন এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৪৪ জনে। এদিকে জনগণকে ঘরে রাখতে ও ভাইরাসের বিস্তার ঠেকাতে দেশটিতে চান্দ্র নববর্ষের ছুটি বড়িয়ে দেয়া হয়েছে। এএফপি। চীনের কর্তৃপক্ষ সোমবার করোনা ভাইরাসে নতুন করে আরও ২৪ জনের মৃত্যুর খবর দিয়েছে। দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে যে ২৪ জনের মৃত্যু হয়েছে তারা সবাই হুবেই প্রদেশের রাজধানী উহানের অধিবাসী। এ ছাড়া চীনজুড়ে নতুন করে আরও ৭ হাজার ৬৯১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে কর্তৃপক্ষ মনে করে। সোমবার প্রধানমন্ত্রী লি কেকিয়াং মহামারী প্রতিরোধ কর্মসূচী দেখতে উহান সফর করেন। ছাড়া প্রায় ৩০ হাজার মানুষকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। ভাইরাসের বিস্তার ঠেকাতে চান্দ্র নববর্ষের ছুটি ২ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়ে দেয়া হয়েছে। হুবেই প্রদেশের রাজধানী উহানে ডিসেম্বরের শেষ দিকে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া যায়। সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডাসহ ১৩ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। চীনের বাইরে এসব দেশে আক্রান্তের সংখ্যা ৪৯ জন। চীন সরকার হুবেই প্রদেশসহ দেশটির ৩০টি প্রদেশ ও অঞ্চলে নাগরিকদের চলাচলে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ। স্বাস্থ্যমন্ত্রী মা জিয়াওউইয়ে রবিবার বলেন, নতুন ধরনের এই করোনা ভাইরাস সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি। হংকংয়ে ভাইরাস রোগীদের ভবনে অগ্নিসংযোগ ॥ হংকংয়ে একদল বিক্ষোভকারী নতুন গড়ে তোলা একটি আবাসিক ভবনে আগুন দিয়েছে। কর্তৃপক্ষ ভাইরাস আক্রান্তদের পৃথক করে রাখার স্থাপনা হিসেবে এ ভবনটি ব্যবহারের পরিকল্পনা করেছিল। কালো পোশাক এবং মুখোশ পরা কয়েকজন বিক্ষোভকারীকে চীন সীমান্তের কাছে ফ্যানলিং এলাকার ওই পাবলিক হাউজিং ব্লকে দৌড়ে গিয়ে একটি ককটেল জ্বালিয়ে পালিয়ে যেতে দেখা গেছে।
×