ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজার নিমন্ত্রণ

প্রকাশিত: ০৫:২৫, ২৭ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রীকে সরস্বতী পূজার নিমন্ত্রণ

স্টাফ রিপোর্টার ॥ সরস্বতী পূজার নিমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সোমবার দুপুরে গণভবনে গিয়ে নিমন্ত্রণ পত্র পৌঁছে দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও জগন্নাথ হল সংসদের নেতৃবৃন্দ। এসময় পূজার আয়োজন কেমন হচ্ছে, প্রস্তুতি কেমন, কতগুলো পূজামন্ডব হচ্ছে ইত্যাদি বিষয়ে জানতে চান প্রধানমন্ত্রী। এছাড়াও পূজার সার্বিক খোঁজ নেন প্রধানমন্ত্রী । প্রধানমন্ত্রীকে নিমন্ত্রণ জানাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি ও হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক উৎপল বিশ্বাস, জগন্নাথ হল ছাত্র সংসদের জিএস কাজল দাস, জগন্নাথ হল ছাত্র সংসদের এজিএস অতনু বর্মন। এ বিষয়ে ঢাকা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস জনকণ্ঠকে বলেন, আগামী বৃহস্পতিবার সরস্বতী পূজা। বরাবরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণকেন্দ্র জগন্নাথ হলে উপমহাদেশের সবচেয়ে অন্যতম বড় আয়োজন হয় এই সরস্বতী পূজায়। ধর্মবর্ণ নির্বিশেষে হাজার হাজার মানুষ এই পূজায় আয়োজন দেখতে আসেন। তাই আমদের অভিভাবক দেশরত্ন শেখ হাসিনাকে পূজার নিমন্ত্রণ জানিয়েছি। প্রধানমন্ত্রীও বিষয়টি জেনে খুবই আনন্দিত এবং পূজার সার্বিক খোঁজ খবর জানতে চান। আমরা পূজার সকল বিষয় অবহিত করেছি।
×