ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দিনাজপুর বোর্ডে এবার ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন এসএসসি পরীক্ষার্থী

প্রকাশিত: ০৩:৩৯, ২৭ জানুয়ারি ২০২০

দিনাজপুর বোর্ডে এবার ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন এসএসসি পরীক্ষার্থী

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ১ লাখ ৯২ হাজার ৫২৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। ৩ ফেব্রুয়ারী সোমবার এসএসসি পরীক্ষা গ্রহণের লক্ষ্যে ইতিমধ্যে ২৫৪টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর তোফাজ্জুর রহমান জানান, চলতি ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮টি জেলার ২ হাজার ৬শ’ ৪৬টি স্কুলের ১ লাখ ৯২ হাজার ৫শ’ ২৭ জন পরীক্ষার্থী ২শ’ ৭১টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে ৯৯ হাজার ১শ’ ৫৫ জন ছাত্র ও ৯৩ হাজার ৩শ’ ৭২ জন ছাত্রী। এর মধ্যে ১ লাখ ৬৪ হাজার ৫শ’ ৪২ নিয়মিত, ২৭ হাজার ৩শ’ ২৩ জন অনিয়মিত ও ৫শ’ ৬২ জন জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী। তিনি আরও জানান, বিজ্ঞান বিভাগে মোট ৮১ হাজার ৮শ’ ৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬ হাজার ৯শ’ ৯ জন ছাত্র ও ৩৪ হাজার ৯শ’ ৫৯জন ছাত্রী, মানবিক বিভাগে ১ লাখ ৬ হাজার ১শ’ ৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৪৮ হাজার ৯শ’ ৭৩ জন ছাত্র ও ৫৭ হাজার ১শ’ ৫৯জন ছাত্রী এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪ হাজার ৫শ’ ২৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩ হাজার ২শ’ ৭৩ জন ছাত্র ও ১ হাজার ১শ’ ৫৪ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে সকল বিষয়ে পরীক্ষার্থী ১ লাখ ৬৮ হাজার ৭শ’ ৪৩ জন, এক বিষয়ের পরীক্ষার্থী ১৫ হাজার ৩শ’ ২৭ জন, দুই বিষয়ে ৬ হাজার ৯শ’ ৩ জন, তিন বিষয়ে ১ হাজার ৩শ’ ২ জন ও চার বিষয়ে ২শ’ ৫২ জন পরীক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। জেলাভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা দিনাজপুরে ৩৬ হাহার ৭শ’ ২৯ জন, রংপুর জেলায় ৩৫ হাজার ৯শ’ ৫৪ জন, গাইবান্ধায় ২৬ হাজার ১শ’ ৫১ জন, কুড়িগ্রামে ২২ হাজা ৭শ’ ৯৪ জন, নীলফামারীতে ২২ হাজার ৩শ’ ১ জন, ঠাকুরগাঁয়ে ১৯ হাজার ৯শ’ ১৩ জন, লালমনিরহাটে ১৫ হাজার ১শ’ ৭৭ জন এবং পঞ্চগড় জেলায় ১৩ হাজার ৫শ’ ৮ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে। তিনি আরও জানান, আগামী ৩ ফেব্রুয়ারী এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা লক্ষ্যে ইতিমধ্যে ২শ’ ৫৪টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। এর মধ্যে সরকারী কলেজের অধ্যক্ষ ও পরিচালক, উপ-পরিচালক ও সহকারী পরিচালকবৃন্দের সমন্বয়ে ৪টি ঝটিকা টিম, সরকারী কলেজের শিক্ষকদের সমন্বয়ে ৮টি স্পেশাল টিম এবং সরকারী ও বেসরকারী কলেজের শিক্ষককদের সমন্বয়ে ২শ’ ৪২টি ঝটিকা টিম।
×