ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ওয়েজবোর্ড ॥ রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশ আপীল বিভাগের

প্রকাশিত: ০৯:৫৩, ২৭ জানুয়ারি ২০২০

  ওয়েজবোর্ড ॥ রুল দ্রুত  নিষ্পত্তির নির্দেশ  আপীল বিভাগের

স্টাফ রিপোর্টার ॥ সংবাদপত্র ও বার্তা সংস্থার কর্মীদের বেতন ভাতা বাড়ানোর বিষয়ে গঠিত নবম ওয়েজবোর্ডের গেজেট প্রকাশের ওপর হাইকোর্টের জারি করা রুল দ্রুত নিষ্পত্তি করার আদেশ দিয়েছে আপীল বিভাগ। তবে ওই গেজেটের ওপর হাইকোর্টের দেয়া স্থিতাবস্থার আদেশ আপাতত স্থগিতই থাকছে। ফলে ওয়েজবোর্ড বাস্তবায়নে আপাতত কোন বাধা থাকছে না বলে এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম জানিয়েছেন। রাষ্ট্রপক্ষ ও নিউজপেপার ওনার্স এ্যাসোসিয়েশনের (নোয়াব) দুটি লিভ টু আপীল নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট আপীল বেঞ্চ রবিবার এই আদেশ দেয়। নোয়াবের পক্ষে শুনানি করেন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট এ এম আমিনউদ্দিন ও মোঃ ইউসুফ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দীর্ঘদিন বিষয়টি ঝুলে থাকার পর আপীল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মোঃ নিজামুল হককে প্রধান করে গতবছর ২৯ জানুয়ারি ১৩ সদস্যের নবম ওয়েজবোর্ড গঠন করা হয়। পরে নিউজপেপারস ওনার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) পক্ষে সংগঠনটির সভাপতি মতিউর রহমান গতবছরের মে মাসে একটি রিট আবেদন করেন।
×