ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গার্ড মুলারের পর লেভানডোস্কি

প্রকাশিত: ০৯:৩৯, ২৭ জানুয়ারি ২০২০

 গার্ড মুলারের পর লেভানডোস্কি

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও বড় জয় পেয়েছে বেয়ার্ন মিউনিখ। শনিবার টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে শালকে জিরো ফোরকে। এর ফলে লীগ টেবিলের শীর্ষে থাকা আরবি লিপজিগের আরও কাছাকাছি চলে এসেছে জার্মান জায়ান্টরা। বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার্ন মিউনিখ ছাড়াও এদিন জার্মান বুন্দেসলিগায় জয় নিয়ে মাঠ ছেড়েছে ইউনিয়ন বার্লিন, বরুশিয়া মনশেনগ্ল্যাডবাখ, ফ্র্যাঙ্কফুর্ট, পেডারবর্ন এবং হার্থা বার্লিন। জার্মান বুন্দেসলিগায় এখন একক রাজত্ব চলছে বেয়ার্ন মিউনিখের। অর্ধযুগেরও বেশি সময় ধরে লীগ শিরোপা নিজেদের শোকেসে তুলছে তারা। তবে চলতি মৌসুমের শুরু থেকেই যেন দেখা যায় ভিন্ন বেয়ার্নকে। কিছুটা ছন্নছাড়া পারফর্মেন্সের সেই প্রভাব পড়ে লীগ টেবিলেও।
×