ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

জিম্বাবুইয়ের সিরিজ বাঁচানোর লড়াই

প্রকাশিত: ০৯:৩৮, ২৭ জানুয়ারি ২০২০

  জিম্বাবুইয়ের সিরিজ বাঁচানোর লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ হারারেতে আজ থেকে শুরু হচ্ছে জিম্বাবুইয়ে-শ্রীলঙ্কা দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। একই ভেন্যুতে প্রথম টেস্টে ১০ উইকেটের বড় জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে সফরকারী লঙ্কানরা। অভিজ্ঞ এ্যাঞ্জেলো ম্যাথুসের (২০০*) ক্যারিয়ার সেরা ইনিংস ও প্রথম ডাবল সেঞ্চুরির সৌজন্যে ৯ উইকেটে ৫১৫ রানের বিশাল স্কোর গড়ে প্রথম ইনিংস ঘোষণা করে দিমুথ করুনারতেœর শ্রীলঙ্কা। তার আগে প্রথম ইনিংসে ৩৫৮ রান করলেও দ্বিতীয় ইনিংসে ১৭০ রানে অলআউট হয়ে যায় শন উইলিয়ামসের জিম্বাবুইয়ে। দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য মাত্র ১৪ রানের লক্ষ্যটা শ্রীলঙ্কা পৌঁছে যায় ৩ ওভারে কোন উইকেট না হারিয়ে। ম্যাচসেরা হন ম্যাথুস। ২০১৮ সালে বাংলাদেশ সফরের পর এই প্রথম টেস্ট খেলছে জিম্বাবুইয়ে। হ্যামিল্টন মাসাকাদজার অবসরে উইলিয়ামসের নেতৃত্বে দলে নতুনের ছড়াছড়ি। অন্যদিকে পাকিস্তান সফরে ব্যর্থতা সঙ্গী করে জিম্বাবুইয়েতে পাড়ি জমিয়েছে করুনারতেœর শ্রীলঙ্কা। নতুন কোচ মিকি আর্থার। কোচিং প্যানেল ও ম্যানেজমেন্টে তাদেরও এসেছে অনেক পরিবর্তন। শক্তিতে এগিয়ে থাকা সফরকারীরা নিশ্চয়ই চাইবে জিম্বাবুইয়েকে হোয়াইটওয়াশ করতে। আর জিম্বাবুইয়ের লক্ষ্য সিরিজ ড্র করা, সে জন্য এই ম্যাচে জিততে হবে উইলিয়ামসদের, কাজটা ভীষণ কঠিন।
×