ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ফেব্রুয়ারিতে সফরে আসছে জিম্বাবুইয়ে

প্রকাশিত: ০৯:৩৭, ২৭ জানুয়ারি ২০২০

 ফেব্রুয়ারিতে সফরে আসছে জিম্বাবুইয়ে

স্পোর্টস রিপোর্টার ॥ জিম্বাবুইয়ের বাংলাদেশ সফরে আসার কথা ছিল মার্চে। কিন্তু মার্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি২০ ম্যাচ রয়েছে। মার্চের ১৮-২২ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। আর তাই একমাস এগিয়ে ফেব্রুয়ারিতে আসছে জিম্বাবুইয়ে। শুরুতে আইসিসির ভবিষ্যত সফরসূচীতে দুই দলের মধ্যকার বাংলাদেশের মাটিতে এক টেস্ট ও পাঁচ ম্যাচের টি২০ সিরিজ খেলার কথা ছিল। ছিল না কোন ওয়ানডে ম্যাচ। কিন্তু এখন এক টেস্ট, তিন ওয়ানডে ও দুই টি২০ ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসছে জিম্বাবুইয়ে। সিরিজের টেস্ট ও টি২০ ম্যাচগুলো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ওয়ানডে ম্যাচগুলো চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে। ওয়ানডে ও টি২০ ম্যাচ হবে দিবারাত্রিতে। টেস্ট ম্যাচটি ২২ থেকে ২৬ ফেব্রুয়ারি হবে। ওয়ানডে তিনটি ১, ৩ ও ৬ মার্চ হবে। আর টি২০ ম্যাচ দুটি ৯ ও ১১ মার্চ হবে। এ সিরিজ খেলতে আগামী মাসের ১৫ তারিখে বাংলাদেশে আসবে জিম্বাবুইয়ে। এসে ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এরপর একমাত্র টেস্টটি দিয়ে সিরিজের মিশন শুরু করবে জিম্বাবুইয়ে। সফর শেষে ১২ মার্চ জিম্বাবুইয়ে দল বাংলাদেশ ছাড়বে। সিরিজের সূচী তারিখ ম্যাচ ভেন্যু ২২-২৬ ফেব্রুয়ারি একমাত্র টেস্ট মিরপুর ০১ মার্চ প্রথম ওয়ানডে চট্টগ্রাম ০৩ মার্চ দ্বিতীয় ওয়ানডে চট্টগ্রাম ০৬ মার্চ তৃতীয় ওয়ানডে চট্টগ্রাম ০৯ মার্চ প্রথম টি২০ মিরপুর ১১ মার্চ দ্বিতীয় টি২০ মিরপুর
×