ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খেলল বার্সিলোনা জিতল ভ্যালেন্সিয়া

প্রকাশিত: ০৯:৩৬, ২৭ জানুয়ারি ২০২০

খেলল বার্সিলোনা জিতল ভ্যালেন্সিয়া

স্পোর্টস রিপোর্টার ॥ এমন বললে মোটেও বাড়িয়ে বলা হবে না- ‘খেলল বার্সিলোনা জিতল ভ্যালেন্সিয়া’। শনিবার রাতে স্প্যানিশ লা লিগ্যার এ্যাওয়ে ম্যাচে একতরফা প্রাধান্য বিস্তার করে খেলেও স্বাগতিক ভ্যালেন্সিয়ার কাছে ২-০ গোলে হেরেছে সফরকারী বার্সা। ম্যাচে ভ্যালেন্সিয়ার ২৬ শতাংশ বল দখলের বিপরীতে বার্সার দখলে ছিল ৭৪ শতাংশ। মেস্টালা স্টেডিয়ামে স্বাগতিকদের জয়ের নায়ক ম্যাক্সি গোমেজ। তিনি একাই করেন জোড়া গোল। এছাড়া তার একটি প্রচেষ্টা বারপোস্টে লেগে প্রতিহত হয় এবং পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন। এর ফলে নতুন কোচ কিকে সেটিয়েনের অধীনে দ্বিতীয় ম্যাচেরই পরাজয়ের তিক্ত স্বাদ পেল কাতালানরা। গ্রানাডাকে ২-০ গোলে হারিয়ে এ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে সেভিয়া। শীর্ষ দুই দল বার্সিলোনা ও রিয়াল মাদ্রিদের থেকে তাদের পয়েন্টের ব্যবধান এখন পাঁচ। বর্তমানে ২১ ম্যাচে বার্সার ভান্ডারে জমা ৪৩ পয়েন্ট। রবিবার রাতের ম্যাচের আগে ৪৩ পয়েন্ট নিয়ে গোলগড়ে দুইয়ে ছিল রিয়াল মাদ্রিদ। ম্যাচটি জিতলে এককভাবে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে জিনেদিন জিদানের দল। বার্সিলোনা পুরো ম্যাচে আধিপত্য বিস্তার করে খেললেও গোলের সুযোগগুলো কাজে লাগিয়ে জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। জোড়া গোল করা ছাড়াও ১২ মিনিটে গোমেজ পেনাল্টির সুুযোগ নষ্ট না করলে বার্সার লজ্জা আরও বড় হতো। এছাড়া গোমেজের আরেকটি প্রচেষ্টা ক্রসবারে লেগে প্রতিহত হয়। শুধু তাই নয়, গ্যাব্রিয়েল পলিস্টার শেষ মুহূর্তের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই বল দখলে রেখে খেলতে থাকে বার্সা। তবে কাজের কাজ কিছুই হচ্ছিল না। ভ্যালেন্সিয়া প্রথম থেকেই পাল্টা আক্রমণের ছক কষে খেলতে থাকে। এরই ফলশ্রুতিতে তারা প্রথম আক্রমণেই পেনাল্টি আদায় করে নেয়। ১২ মিনিটে জেরার্ড পিকের বিরুদ্ধে পেনাল্টি আদায় করে নেন জোশে গায়া। গায়াকে ফাউলের অপরাধে পিকেকে হলুদ কার্ড দেখানো হয়। অধিনায়ক ডানি পারেয়োর অনুপস্থিতিতে পেনাল্টি শট নেন গোমেজ। কিন্তু স্পট কিক থেকে তার শট সহজেই রুখে দেন বার্সার জার্মান গোলরক্ষক মার্ক-আন্দ্রে টার স্টেগান। ২৮ মিনিটে অল্পের জন্য গোলের সুযোগ নষ্ট করেন লিওনেল মেসি। এরপর গোমেজের শট ক্রসবারে লেগে ফেরত আসে। আর কেভিন গামেইরোকে হতাশ করেন টার স্টেগান। বিরতির পর শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ভ্যালেন্সিয়া। এরই ধারাবাহিকতায় ডেডলক ভাঙ্গতে সমর্থ হয়। ৪৮ মিনিটে গোমেজের জোরালো শট বার্সা মিডফিল্ডার জর্ডি আলবার গা ঘেঁষে জালে জড়ায়। পিছিয়ে পড়ে ম্যাচে ফিরতে প্রাণান্ত প্রচেষ্টা চালাতে থাকে বর্তমান চ্যাম্পিয়ন বার্সা। এর মধ্যে মেসির দু’টি সুযোগ নষ্ট হয়। উল্টো ম্যাচের ৭৭ মিনিটে গোমেজ আরেক গোল করলে বার্সার সব আশা শেষ হয়ে যায়। দারুণ গোল করে পেনাল্টি মিসের হতাশা দূর করেন গোমেজ। দারুণ এই জয়ে প্রমাণ হয়েছে কোচ আলবার্ট সেলাডেসের অধীনে ভ্যালেন্সিয়া উন্নতির পথে আছে। দলটি দুর্দান্ত সাফল্য পেয়েছে অধিনায়ক ডানি পারেয়ো ও স্ট্রাইকার রডরিগো মোরেনোকে ছাড়াই। ম্যাচ শেষে দলের হারের দায় নিজের কাঁধে নিয়েছেন বার্সার নতুন কোচ কিকে সেটিয়েন। তিনি বলেন, কিছু কিছু বিষয় এখনও খেলোয়াড়রা বুঝতে পারছে না। হতে পারে আমি হয়তো তাদের বুঝাতে পারছি না। প্রথমার্ধে আমরা মোটেই ভাল খেলতে পারিনি। তবে হারের দায়টা আমিই নিচ্ছি। আমাকেই পথ খুঁজে বের করতে হবে। অনেকের মতে সেটিয়েন তার কৌশলকে কাজে লাগাতে গিয়ে হয়তো খুব বেশি তাড়াহুড়া করে ফেলছেন। এ বিষয়ে বার্সার অভিজ্ঞ মিডফিল্ডার সার্জিও বসকুয়েটস বলেন, খেলোয়াড়দের অবশ্য কোচিং স্টাফদের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য সময় লাগবে। আমাদের দলে অনেক ভাল দিক আছে। এরপরও কিছু কিছু জায়গায় অবশ্যই উন্নতি করতে হবে।
×