ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

আইপিও আনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে না মার্চেন্ট ব্যাংক

প্রকাশিত: ০৯:২৫, ২৭ জানুয়ারি ২০২০

 আইপিও আনা প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে না মার্চেন্ট ব্যাংক

অর্থনৈতিক রিপোর্টার ॥ ইস্যু ব্যবস্থাপক হিসেবে মার্চেন্ট ব্যাংক যে কোম্পানির ইস্যু ব্যবস্থাপনা বা প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আনার কাজ করবে, সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংক ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবে না। এমনকি ওই মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা প্রধান নির্বাহী কর্মকর্তাও (সিইও) ওই কোম্পানির শেয়ারে বিনিয়োগ করতে পারবেন না। সম্প্রতি ‘মার্চেন্ট ব্যাংকার ও পোর্টফোলিও ম্যানেজার বিধিমালা, ১৯৯৬’-তে এমন সংশোধনী এনে গেজেট প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বাংলাদেশ সিকিউরিটি এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন, ১৯৯৩ (১৯৯৩ সনের ১৫নং আইন) এর ধারা ২৪ এর উপ-ধারা (১) এর ক্ষমতাবলে এ সংশোধনী এনেছে নিয়ন্ত্রক সংস্থা। এতে বলা হয়েছে, ব্যবস্থাপনা পরিচালক বা সিইও হিসাবে নিয়োগ পাওয়া ব্যক্তি কোন স্টক এক্সচেঞ্জের বা স্টক এক্সচেঞ্জের কোন টেকহোল্ডারের বা কোন সম্পদ ব্যবস্থাপক কোম্পানির বা কোন ইস্যুয়ার কোম্পানির সিকিউরিটিজ ক্রয়-বিক্রয় ব্যতীত অন্য কোন কিছুর সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ কোনভাবে জড়াতে পারবেন না। তবে শর্ত থাকে যে, কোন মার্চেন্ট ব্যাংকার ইস্যু ব্যবস্থাপক হিসাবে যেই কোম্পানির ইস্যুর ব্যবস্থাপনা করবে, সেই কোম্পানির কোন সিকিউরিটিজ সংশ্লিষ্ট মার্চেন্ট ব্যাংকার বা উহার ব্যবস্থাপনা পরিচালক বা সিইও ক্রয় বা অন্য কোনভাবে গ্রহণ করতে পারবেন না। এতে আরও শর্ত রাখা হয়েছে- ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করা মার্চেন্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা সিইও কোন মার্চেন্ট ব্যাংকারের শেয়ার হোল্ডার বা উদ্যোক্তা বা পরিচালক হিসেবে থাকতে পারবেন না।
×