ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তেঁতুলিয়ায় পুলিশ-পাথর শ্রমিক সংঘর্ষে নিহত ১ ॥ আহত ৫০

প্রকাশিত: ০৮:১৯, ২৭ জানুয়ারি ২০২০

  তেঁতুলিয়ায় পুলিশ-পাথর শ্রমিক সংঘর্ষে নিহত ১ ॥  আহত ৫০

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ সমতল ভূমি থেকে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন বন্ধ করে দেয়াকে কেন্দ্র করে তেঁতুলিয়ার ভজনপুর এলাকায় সাধারণ পাথর শ্রমিকদের সঙ্গে পুলিশের ব্যাপক ধাওয়া পাল্টাধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছে। পুলিশ, র‌্যাবসহ ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৮ পুলিশ সদস্য ও ২০/২৫ জন পাথর শ্রমিককে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত ১০ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত শ্রমিকের নাম জুমার উদ্দিন (৬০)। তার বাড়ি-তেঁতুলিয়া উপজেলার গোনাগছ গ্রামে। প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকাল ৯টার দিকে কয়েক হাজার পাথর শ্রমিক ভজনপুর এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের ওপর জড়ো হয়ে সনাতন পদ্ধতিতে জমি থেকে মাটি খুঁড়ে পাথর উত্তোলনের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে সড়কের ওপর বাঁশ, গাছের গুঁড়ি ফেলে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। তারা সড়কে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন দিয়ে স্লোগান দিতে থাকে। তেঁতুলিয়া থানা পুলিশ শ্রমিকদের অবরোধ তুলে দিতে গেলে পুলিশের সঙ্গে শ্রমিকদের ধস্তাধস্তির এক পর্যায়ে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট, পাটকেল নিক্ষেপ শুরু করলে পুলিশও পাল্টা তাদের ওপর লাঠিচার্জ শুরু করে। মুহূর্তেই গোটা ভজনপুর এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। মারমুখী শ্রমিকদের হাত থেকে রক্ষায় পুলিশ নিরাপদ আশ্রয়ে চলে যায়। বিক্ষুব্ধ শ্রমিকরা পুলিশের পিকআপ ভ্যানসহ কয়েকটি গাড়ি ভাংচুর করে। পঞ্চগড় পুলিশ সুপারের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ ফোর্স ও র‌্যাব ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ্যাকশনে যায়। অবরোধকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জের পাশাপাশি রাবার বুলেট ও টিয়ারগ্যাস ছুঁড়ে মারে।
×