ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

আইপিএলের পর ধোনির সিদ্ধান্ত

প্রকাশিত: ০৮:১৩, ২৭ জানুয়ারি ২০২০

 আইপিএলের পর ধোনির সিদ্ধান্ত

স্পোর্টস রিপোর্টার ॥ আন্তর্জাতিক ক্রিকেট থেকে কবে অবসর নেবেন ধোনি? এমন প্রশ্নে ভারতীয় সোশ্যাল মিডিয়ায় চলছে ব্যাপক আলোচনা। কেউ কেউ বলছেন, ‘ধাক্কা মেরে বের করে না দেয়া পর্যন্ত অবসর নেবেন না ধোনি!’ তবে টিম-ইন্ডিয়ার প্রধান কোচ রবি শাস্ত্রীর ধারণা মার্চের শেষ সপ্তাহে শুরু হতে যাওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) পরই হয়তো সিদ্ধান্তটা জানিয়ে দেবেন ভারতকে দু’দুটি বিশ্বকাপ জেতানো অধিনায়ক, ‘আইপিএল আসছে। তারপর জানা যাবে ধোনির ভবিষ্যত। নিজের ক্রিকেট নিয়ে ধোনি ভীষণ সৎ। দলে নিজের জায়গা ধরে রাখার মতো লোক নন তিনি। টেস্ট থেকে অবসর নেয়ার সময়ও ১০০ টেস্ট খেলার কথা একবারও ভাবেনি। তাহলে ধোনির অবসর নিয়ে এত নেতিবাচক মন্তব্য কেন আসছে তা বুঝতে পারছি না। আমার ধারণা, আইপিএলের পর ধোনি এ বিষয়ে কিছু একটা জানাবেন।’ ভারত কোচ আরও যোগ করেন, ‘আমি নিশ্চিত আইপিএলের জন্য ধোনি নিজেকে তৈরি করছেন। তিনি অবশ্যই আইপিএল খেলবেন। তারপরই তিনি ব্যাট-বল থেকে নিজেকে সরিয়ে নেবেন।’ উল্লেখ্য, ৩৮ বছর বয়সী ধোনি ভারতের হয়ে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে। এরপর থেকেই স্বেচ্ছা বিশ্রামে আছেন তিনি। ভবিষ্যতের কথা ভেবে ভারতও উইকেটের পেছনে তরুণ ঋষভ পন্থকে নিয়ে এগোচ্ছে। প্রায় বছর হয়ে গেল।
×