ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আসছে কমেডি ধারাবাহিক ‘খানবাড়ি বাড়াবাড়ি’

প্রকাশিত: ০৭:৫১, ২৭ জানুয়ারি ২০২০

  আসছে কমেডি ধারাবাহিক   ‘খানবাড়ি বাড়াবাড়ি’

সংস্কৃতি ডেস্ক ॥ নতুন একটি ধারাবাহিক নাটক নির্মাণের কাজ শুরু করেছেন দেশের অন্যতম গুণী নাট্যনির্মাতা সকাল আহমেদ। নতুন একটি ধারাবাহিক নাটকের নাম ‘খানবাড়ি বাড়াবাড়ি’। নাটকটি রচনা করেছেন ইউসুফ আলী খোকন। মূলত এই ধারাবাহিকটি একটি কমেডি ঘরানার গল্পের ধারাবাহিক। উত্তরার একটি শূটিং হাউসসহ রাজধানীর বিভিন্ন লোকেশনে প্রথম লটের শূটিং চলছে। নাটকটিতে চার বোনের চরিত্রে অভিনয় করছেন পারসা ইভানা, কাজল সুবর্ণ, নিশাত প্রিয়ম ও সামান্তা। তাদের বাবার চরিত্রে অভিনয় করছেন মাহমুদুল ইসলাম মিঠু। নাটকে অভিনয় প্রসঙ্গে ইভানা বলেন, সকাল ভাই একজন মেধাবী ও গুণী পরিচালক। দীর্ঘদিন পর তার পরিচালনায় ধারাবাহিক নাটকে কাজ করছি। যেহেতু এখানে আমাদের পাঁচ বোনকে ঘিরে নাটকের গল্প আবর্তিত, তাই আমরা ভীষণ উপভোগ করছি কাজটি। কাজল সুবর্ণ বলেন, এই নাটকে আমার চরিত্রটি অনেকটাই টম বয়ের মতো। টম বয়ের চরিত্রে আমি আফরান নিশো ভাইকে দেখেছি অসাধারণ অভিনয় করতে। আমি আমার নিজের ভেতর নিশো ভাইকে লালন করেই চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। নিশাত প্রিয়ম বলেন, সকাল ভাইয়ের নির্দেশনায় এটাই আমার প্রথম কাজ। বেশ যত্ন নিয়ে তিনি নাটকটি নির্মাণ করছেন। নাটকটিতে অভিনয় করে খুব ভাল লাগছে।
×