ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট চুক্তিতে জনসনের সই

প্রকাশিত: ০৭:১৬, ২৭ জানুয়ারি ২০২০

  ব্রেক্সিট চুক্তিতে  জনসনের  সই

ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়া ব্রেক্সিট চুক্তিতে স্বাক্ষর দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন টোরি দলের প্রধান বরিস জনসন। নির্ধারিত সময় অর্থাৎ আগামী ৩১ জানুয়ারিই ব্রেক্সিট কার্যকর হবে। ব্রেক্সিটের আগে ২৯ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হবে। খবর আলজাজিরা। শনিবারের ওই স্বাক্ষর অনুষ্ঠানকে ব্রিটেনের জন্য দারুণ মুহূর্ত বলে আখ্যা দিয়েছেন জনসন। গত ২০১৬ সালের এক ঐতিহাসিক গণভোটে ব্রিটেনের জনগণ ব্রেক্সিটের পক্ষে রায় দেয়। এরপর ব্রেক্সিট নিয়ে অনেক টানাপোড়েন হয়েছে। একই প্রশ্নে ব্রিটেনে দ্বিতীয় দফা গণভোটে একই ফল এসেছে। জনসন বলেন, ব্রেক্সিট প্রশ্নে ব্রিটেনে কয়েক বছর ধরে নানা মতপার্থক্য ও বিরোধ চলেছে। অবশেষে বিষয়টির সুস্পষ্ট সমাধান হতে চলেছে। তিনি বলেন, আগের চেয়ে ব্রিটেনের জনগণ এখন বেশি ঐক্যবদ্ধ। পাশাপাশি দীর্ঘদিনের চরম মতপার্থক্য ও বিভেদ ভুলে ব্রিটেন এখন অগ্রগতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হবে। আমরা এখন জনগণের জন্য সরকারী সেবা বৃদ্ধি ও অন্যান্য সুবিধা নিয়ে ভাবছি। ব্রেক্সিট হলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রিটেনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে বলে উল্লেখ করেন বরিস জনসন।
×