ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

প্রেসিডেন্ট নির্বাচনের বছর ‘ডিল অব সেঞ্চুরি’ নিয়ে এগোতে চায় হোয়াইট হাউস

ট্রাম্পের নয়া শান্তি পরিকল্পনা

প্রকাশিত: ০৭:১৫, ২৭ জানুয়ারি ২০২০

ট্রাম্পের নয়া শান্তি পরিকল্পনা

ইসরাইল ও ফিলিস্তিনীদের মধ্যে চলমান সংঘাত নিরসনের লক্ষ্যে হোয়াইট হাউস নতুন একটি পরিকল্পনা করেছে। এতে যতটা শান্তির কথা রয়েছে ঠিক ততটাই রাজনীতি রয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি মঙ্গলবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বেনি গ্যান্টজের সঙ্গে সাক্ষাতের আগে তার দীর্ঘ প্রতীক্ষিত মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাটি সম্ভবত প্রকাশ করবেন। এপি। চলতি সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহু বৈঠকে বসছেন। আশা করা হচ্ছে এ বৈঠকে ট্রাম্প ডিল অব সেঞ্চুরি প্রসঙ্গ আবার তুলবেন। ইসরাইলী পলিসি ফোরামের নীতি পরিচালক মাইকেল কোপ্লো মঙ্গলবারের বৈঠক সম্পর্কে বলেছেন, ‘এটি পুরোপুরি রাজনীতি সম্পর্কিত।’ তিনি ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, ‘আপনি সাদামাটাভাবে ইসরাইলী-ফিলিস্তিনীদের শান্তি পরিকল্পনা সম্পর্কে গুরুতর আলোচনা করতে পারবেন না এবং কেবল এক পক্ষকেই এ বিষয়ে কথা বলার জন্য আমন্ত্রণ জানিয়েছেন। দুই পক্ষকে সমঝোতায় আনার জন্য বাস্তব প্রচেষ্টার চেয়ে এতে ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক স্বার্থই বেশি গুরুত্ব পাচ্ছে।’ ট্রাম্পের উপদেষ্টা এবং জামাতা জারেড কুশনার প্রায় তিন বছর ধরে এই পরিকল্পনার মূল কারিগর। তিনি তার এই পদক্ষেপকে সরাসরি প্রত্যাখ্যান না করতে শিক্ষাবিদ, আইনপ্রণেতা, সাবেক মধ্যপ্রাচ্য মধ্যস্থতাকারী, আরব সরকারসমূহ এবং বিশেষ স্বার্থসংশ্লিষ্ট গ্রুপকে বোঝাতে চেষ্টা করেছেন। হোয়াইট হাউস আশা করছে শান্তি পরিকল্পনাটি ফিলিস্তিনীদের মুক্তির সহায়ক হবে। তাদের মতে, শান্তি প্রক্রিয়ার সঙ্গে জড়িত দলটি বিশ্বাস করে যে, ইসরাইলী কর্মকর্তারা যদি এই পরিকল্পনার প্রতি আন্তরিক হন এবং আরব দেশগুলো এটিকে সরাসরি প্রত্যাখ্যান না করে, তবে এই প্রস্তাব ইসরাইল ও আরবের বিস্তৃত সম্পর্কের উন্নতিতে সহায়তা করতে পারে। ফিলিস্তিন ইস্যুর জন্য প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে ইসরাইলের সম্পর্ক থমকে আছে। ট্রাম্প প্রশাসন মনে করে আঞ্চলিক রাজনীতির পরিবর্তন বিশেষ করে ইরানের প্রতি ক্রমবর্ধমান বিরোধিতার কারণে শুধু মিসর ও জর্ডানের সঙ্গেই নয় সৌদি আরব এবং ছোট উপসাগরীয় রাষ্ট্রগুলোর সঙ্গেও ইসরাইলের সম্পর্ক মজবুত করবে। ইসরাইলের সঙ্গে ইতোমধ্যে মিসর ও জর্ডানের শান্তিচুক্তি রয়েছে। চলতি সপ্তাহ ভ্রমণের সময় এয়ার ফোর্স ওয়ানে ট্রাম্প বলেন, ‘এটা একটা পরিকল্পনা যেটা সত্যিই কাজ করবে।’ তিনি বলেন, তিনি এ বিষয়ে ফিলিস্তিনীদের সঙ্গেও কথা বলেছেন। তবে কি বলেছেন তা জানাননি। তবে ফিলিস্তিনী প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু বলেন, ওটা সত্য নয়। তিনি বলেন, ‘মার্কিন প্রশাসনের সঙ্গে কোন আলোচনা হয়নি, সংক্ষেপেও না বিস্তারিতভাবেও না। জেরুজালেম ও অন্যান্য ইস্যুতে ট্রাম্পের শান্তি পরিকল্পনা নিয়ে ফিলিস্তিনের অবস্থান স্পষ্ট এবং তা প্রত্যাখ্যান অব্যাহত রয়েছে।’
×