ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিড়ালছানা উদ্ধারে ফায়ার সার্ভিস সদস্যরা!

প্রকাশিত: ১২:৪২, ২৬ জানুয়ারি ২০২০

বিড়ালছানা উদ্ধারে  ফায়ার সার্ভিস  সদস্যরা!

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর মৌচাক-মালিবাগ ফ্লাইওভারের উপরে আটকে পড়া একটি বিড়াল ছানাকে উদ্ধারের চেষ্টা করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সদর দফতরের দায়িত্বরত কর্মকর্তা ইমা খানম জানান, ওই ফ্লাইওভারে বীমের ভেতরে একটি বিড়ালছানা আটকে পড়ে। মিঁউ মিঁউ চিৎকার শুনে যাতায়াতকারী অনেকে বিড়াল ছানাটি উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে খিলগাঁও থেকে ফায়ার সার্ভিসের লোকজন বিড়ালছানাটি উদ্ধার করতে যান। তবে লোকজন দেখে বিড়াল ছানাটি দৌড়াদৌড়ি শুরু করে। এ কারণে উদ্ধার করা যায়নি। রাতে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে মাহফুজ জনকণ্ঠকে বলেন, আমাদের টিম গিয়েছিল তবে বিড়ালছানাটি চলাফেরার মধ্যে (মুভমেন্টে) ছিল। কোন কিছুতে আটকে থাকলে উদ্ধার করা হয়। বিড়ালছানাটি এদিক সেদিক দৌড়াদৌড়ি করছিল। তাই এটি উদ্ধার নয়। আমাদের টিম ফেরত আসে।
×