ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

অকল্যান্ডে দ্বিতীয় টি২০ আজ

ছন্দ ধরে রাখতে চায় ভারত

প্রকাশিত: ১২:৪০, ২৬ জানুয়ারি ২০২০

ছন্দ ধরে রাখতে চায় ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ অক্টোবরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি২০ বিশ্বকাপের সপ্তম আসর। সেদিকে লক্ষ্য রেখে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত সব দল। শিরোপা পুনরুদ্ধারে মরিয়া ভারত তো আরও একধাপ এগিয়ে। প্রায় একই রকম কন্ডিশন, অস্ট্রেলিয়ার প্রতিবেশি দেশ নিউজিল্যান্ড সফরে তাই পাঁচ ম্যাচের টি২০ খেলছে মোড়লরা। ছোট্ট ফরমেটের ক্রিকেটে এত বড় সিরিজ সাধারণত চোখে পড়ে না। অকল্যান্ডে প্রথম ম্যাচে ২০৩ রান টপকে ৬ উইকেটের জয় পেয়েছে বিরাট কোহলির দল। বিদেশের মাটিতে এটি তাদের সর্বোচ্চ রান চেজ করে জয়ের নতুন রেকর্ড। ঘরের মাটিতে তিন ওয়ানডে সিরিজের প্রথমটিতে হেরেও টানা দুই জয়ে ২-১এ সিরিজ জিতে আসা দল এই ছন্দটাই ধরে রাখতে চায়। তবে তারকা পেসার জাসপ্রিত বুমরাহর চোট, ফিল্ডারদের বদান্যতা কিছুটা ভাবাচ্ছে সফরকারীদের। অন্যদিকে সিরিজে সমতায় ফিরতে মরিয়া কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ইডেন পার্কে আজ খেলা শুরু বাংলাদেশ সময় বেলা পৌনে একটায়। কোহলি বলেন, ‘এখানে পৌঁছানোর দু’দিনের মধ্যে ম্যাচ খেলে এভাবে জেতাটা উপভোগ্য। প্রথম টি২০ জিতে আমরা পুরো সিরিজের ছন্দ পেয়ে গেছি। মনে হচ্ছিল স্টেডিয়ামের আশিভাগ মানুষ আমাদের পাশে ছিল। ২০০’র বেশি রান তাড়া করতে হলে উদ্বুদ্ধ হওয়ার মতো একটু বেশি কিছু তো অবশ্যই দরকার। আর দলের মধ্যে আমরা কখনও জেট-ল্যাগ (ভ্রমণ সংক্রান্ত) বিষয় নিয়ে কোন কথা বলিনি। অজুহাতও দিতে চাইনি।’ উল্লেখ্য, ১৯ জানুয়ারি অস্ট্রেলিয়া সিরিজ শেষ করে ২৪ তারিখই অকল্যান্ডে প্রথম ম্যাচে মাঠে নামতে হয়েছিল কোহলিদের, ভারত অধিনায়ক তখন অনেকটা মজা করে বলেছিলেন, অচিরেই হয়তো এমন সময় আসবে যখন প্লেন থেকে নেমে সরাসরি মাঠে যেতে হবে। ভারত অধিনায়ক যোগ করেন, ‘এখানে আসার আগে অস্ট্রেলিয়া সিরজে আমরা সত্যি ভাল ক্রিকেট খেলেছি। সেই আত্মবিশ্বাসটা প্রথম ম্যাচে কাজে লেগেছে। এখানকার যা পিচ (অকল্যান্ডে) তাতে শুরু থেকে আক্রমণাত্মক হওয়া যায় না। ইনিংসের মাঝামাঝি সময়টাতে আমরা আসল খেলা খেলেছি। বোলাররা ওদের ২০৩ রানে বেঁধে রেখেছে, এটাও ভাল ব্যাপার।’ ভারত অধিনায়ক অবশ্য ফিল্ডিং নিয়ে কথা বলেছেন, ‘ফিল্ডিংয়ের জায়গাটায় ইচ্ছে করলে উন্নতি করতে পারি। সে জন্য মাঠের মাপের ব্যাপারটা মাথায় রাখতে হবে। এখানে ফিল্ডারদের কাছে বলও আসছে অত্যন্ত দ্রুতগতিতে।’ ইনজুরিতে রঙিন পোশাকের নিয়মিত উইকেরক্ষক ঋষভ পন্থ। উইকেটের পেছনে কাজ চালিয়ে নেয়ার মতো লোকেশ রাহুল এখন বেশ নজর কাড়ছেন। দুর্দান্ত ব্যাটিংয়ের পাশাপশি কিপিংটাও করছেন দারুণ। ফলে একজন বাড়তি ব্যাটসম্যান বা বোলারকে খেলাতে পারছে সফরকারীরা। প্রথম ম্যাচেও ২৭ বলে খেলেছেন ৫৬ রানের দুর্দান্ত ইনিংস। অধিনায়ক কোহলির সঙ্গে গড়েছিলেন ৯৯ রানের পার্টনারশিপ, ‘সত্যি বলতে উইকেটরক্ষকের কাজটাও করতে পেরে বেশ ভাল লাগছে। আন্তর্জাতিক মঞ্চে হয়তো এটা নতুন অভিজ্ঞতা। কিন্তু ৩-৪ বছর ধরে আইপিএলে আমি কিপিং করছি। প্রথমশ্রেণীর ক্রিকেটেও করেছি, একই সঙ্গে ব্যাট হাতে ওপেনিংয়ে নেমেছি। উইকেটের পেছনে দাঁড়াতে পারলে সহজে পিচের চরিত্র বোঝা যায়। অধিনায়ক এবং বোলারকে সেটা জানিয়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা যায়।’ ২৯ বলে অপরাজিত ৫৮ রান করে সেদিন ভারতের জয়ের নায়ক শ্রেয়াস আইয়ারেরও প্রশংসা করেছেন রাহুল, ‘দারুণভাবে আমরা খেলাটা শেষ করতে পেরেছি। অনেক সময় দেখা যায় কঠিন সময়ে দলকে জেতানোর মতো কেউ নেই। কিন্তু এখানে শ্রেয়াস, শিবম দুবে, মানীষ পা-ে সবাই স্ট্রাইক রোটেড করে খেলেছে।’
×