ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পিসকোভা-সিতলিনার বিদায়, অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় পর্বে হ্যালেপ কারবারের জয়

এলিনাকে উড়িয়ে দিলেন মুগুরুজা

প্রকাশিত: ১২:৩৯, ২৬ জানুয়ারি ২০২০

এলিনাকে উড়িয়ে দিলেন মুগুরুজা

স্পোর্টস রিপোর্টার ॥ মারিয়া শারাপোভা, সেরেনা উইলিয়ামস কিংবা নাওমি ওসাকারা বিদায় নিয়েছেন আরও আগেই। এবার তাদের দেখানো পথে হাঁটলেন ক্যারোলিনা পিসকোভা, এলিনা সিতলিনাও। শনিবার সরাসরি সেটে হেরে অস্ট্রেলিয়ান ওপেন থেকে ছিটকে গেলেন তারা। রাশিয়ার এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভার কাছে হেরে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিলেন পিসকোভা। পাভলিউচেঙ্কোভার কাছে এদিন ৭-৬ (৭/৪) এবং ৭-৬ (৭/৩) গেমে হার মানেন টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই। দিনের আরেক ম্যাচে স্প্যানিশ টেনিস তারকা গারবিন মুগুরুজার কাছে হার মানেন এলিনা সিতলিনা। দুইবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন মুগুরুজা এদিন ৬-১ এবং ৬-২ সেটে রীতিমতো উড়িয়েই দেন ইউক্রেনের এলিনা সিতলিনাকে। এছাড়া এ্যানেট কোন্টাভেইটের কাছে হেরে মৌসুমের প্রথম গ্র্যান্ডস্ল্যাম থেকে বিদায় নিয়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচও। তবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখলেন সিমোনা হ্যালেপ এবং এ্যাঞ্জেলিক কারবার। তৃতীয়পর্বের ম্যাচে রোমানিয়ার সিমোনা হ্যালেপ ৬-১ এবং ৬-৪ সেটে পরাজিত করেন জুলিয়া পুতিনসেভাকে। অন্য ম্যাচে তিনবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন এ্যাঞ্জেলিক কারবার অবশ্য ঘাম ঝরিয়েই জয় তুলে নিয়েছেন ক্যামিলা জিওর্জিকে হারিয়ে। এছাড়া বেলজিয়ামের এলিস মার্টেন্সও তিন সেটের কঠিন লড়াইয়ের পর ৬-১, ৬-৭ (৫/৭) এবং ৬-০ সেটে সিসি বেলিসকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডের টিকেট নিশ্চিত করেন। গত মৌসুমে অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে খেলছিলেন ক্যারোলিনা পিসকোভা। কিন্তু এবার তৃতীয় রাউন্ড থেকেই চেক তারকাকে বিদায় করলেন পাভলিউচেঙ্কোভা। পিসকোভাকে হারিয়ে যেন রাশিয়ান তারকার আত্মবিশ্বাসও বেড়ে গেছে বহুগুণে। এ প্রসঙ্গে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘ক্যারোলিনার বিপক্ষে জয়টা আমি দারুণ উপভোগ করেছি। তাকে প্রথমবার হারানোর অভিজ্ঞতাটা সত্যি বিস্ময়কর।’ দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের জুনিয়র শিরোপা জিতেছেন পাভলিউচেঙ্কোভা। এবার বড় শিরোপার ছোঁয়া পেতে আত্মবিশ্বাসী রাশিয়ান তারকা। এ ব্যাপারে তিনি বলেন, ‘দুইবার অস্ট্রেলিয়ান ওপেনের জুনিয়র শিরোপা জিতেছি আমি। এখন ভাবনায় উঁকি দিচ্ছে আমি তো এবার সিনিয়র পর্যায়েও চ্যাম্পিয়ন হতে পারি।’ তবে পথটা বেশ কঠিন। মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের চতুর্থ রাউন্ডে পাভলিউচেঙ্কোভার প্রতিপক্ষ এখন এ্যাঞ্জেলিক কারবার। জার্মান তারকা ২০১৬ সালে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছিলেন। এটাই ছিল তার ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম। এরপর আরও দুটি মেজর শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। সে বছরেই ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হন জার্মান তারকা। তবে ২০১৭ সালে বড় কোন শিরোপার দেখা পাননি কারবার। ২০১৮ সালে উইম্বলডনের মাধ্যমে জেতেন ক্যারিয়ারের তৃতীয় গ্র্যান্ডস্ল্যাম। গত বছরটা অবশ্য খুব বাজে কাটে তার। তবে স্বরূপে ফেরার কঠিন চ্যালেঞ্জ নিয়েই মেলবোর্নের কোর্টে নামেন তিন গ্র্যান্ডস্লামের মালিক। ২০১৬ সালে ফ্রেঞ্চ ওপেনের মাধ্যমে ক্যারিয়ারের প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান গারবিন মুগুরুজা। পরের বছরে উইম্বলডনেও চ্যাম্পিয়ন হন তিনি। তবে এরপর আর নিজের পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি এই স্প্যানিয়ার্ড। এবার নতুন বছরের শুরু থেকেই বেশ ভাল খেলছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনে টানা তিন জয়ের দেখা পেয়েছেন গারবিন মুগুরুজা। মেলবোর্নের পরের ম্যাচগুলোতেও পারফর্মেন্সের ধারাবাহিকতা ধরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। অন্য ম্যাচে এস্তোনিয়ার এ্যানেট কোন্টাভেইট পরাজয়ের স্বাদ উপহার দিয়েছেন বেলিন্ডা বেনচিচকে। চতুর্থ রাউন্ডে এখন মুখোমুখি হবেন অখ্যাত ইগা সুইয়াটেকের। অস্ট্রেলিয়ান ওপেনে এবার দুর্দান্ত খেলছেন রোমানিয়ার সিমোনা হ্যালেপও। টানা তিন জয়ে চতুর্থপর্বে জায়গা করে নিয়েছেন তিনি। চতুর্থ রাউন্ডে তার বাধা এখন বেলজিয়ামের এলিস মার্টেন্স।
×