ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

জ্বালানি তেলের চাহিদা ১০ কোটি ব্যারেল রাখতে চায় আরামকো

প্রকাশিত: ১২:২৬, ২৬ জানুয়ারি ২০২০

জ্বালানি তেলের চাহিদা ১০ কোটি ব্যারেল রাখতে চায় আরামকো

অর্থনৈতিক রিপোর্টার ॥ জ্বালানি তেলের দৈনিক বৈশ্বিক চাহিদা কমপক্ষে ১০ কোটি ব্যারেল রাখতে হবে। এ কথা জানিয়েছেন সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন নাসের। আমিন নাসের জানান, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ছে। এ ধারাবাহিকতায় ধীরে ধীরে কমছে গ্যাস, অপরিশোধিত জ্বালানি তেলসহ অন্যান্য প্রাকৃতিক জ্বালানির চাহিদা। ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে, জ্বালানি তেল ও গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো। একই সঙ্গে কর্মসংস্থানের সঙ্কটে পড়বে শ্রমিকরা। ফলে ধস নামতে পারে বিশ্ব অর্থনীতিতে। এমন অনিশ্চয়তা থেকে অর্থনীতিকে রক্ষায় তেলের চাহিদা ধরে রাখতে হবে। প্রয়োজনে জ্বালানি তেল ব্যবহারে নতুন ক্ষেত্র উদ্ভাবনের আহ্বান জানান সৌদি আরামকোর প্রধান নির্বাহী কর্মকর্তা।
×