ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ছয় মাদক কারবারি গ্রেফতার

প্রকাশিত: ১২:০৬, ২৬ জানুয়ারি ২০২০

রাজধানীতে ছয় মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীতে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে মোঃ ফারুক চৌধুরী ওরফে ফারুক সরকার (৪০), মোঃ মিজানুর রহমান ওরফে কামাল (৩৫), মোঃ মাকসুদুর রহমান ওরফে মাসুদ (১৯) ও মোঃ নাজমুল (২৬), মোঃ শহীদুল ওরফে লাকী (৪৯) ও মোঃ আব্দুল কাদের (৫৫)। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোঃ মাসুদুর রহমান জানান, শুক্রবার রাতে গোয়েন্দা দক্ষিণ বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও প্রতিরোধ টিমের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে পুরান ঢাকার বংশালের সুরিটোলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশ গেট এর সামনে অভিযান চালিয়ে পিকআপ ভর্তি বিদেশী বিয়ার আটক করে। এ সময় সেখানে তল্লাশি চালিয়ে ওই ভ্যান থেকে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৪৫৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। এ সময় মোঃ ফারুক চৌধুরী, মোঃ মিজানুর রহমান, মোঃ মাকসুদুর রহমান ও মোঃ নাজমুল নামে চার মাদককারিকে গ্রেফতার করা হয়। মিসর গেলেন বিমানবাহিনী প্রধান জনকণ্ঠ ডেস্ক ॥ বিমানবাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত শনিবার চারদিনের সফরে মিসরের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। মিসরের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এয়ার ফোর্স কমান্ডারের আমন্ত্রণে বিমান বাহিনী প্রধান মিসর গেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। সফরকালে তার সঙ্গে স্ত্রী এবং তিনজন সফরসঙ্গী রয়েছেন। বিমানবাহিনী প্রধান মিসরের এয়ার ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আব্বাস হেলমি হাশেমের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন এবং পারস্পরিক দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করবেন। তিনি দেশটির বিমান বাহিনীর বিভিন্ন ঘাঁটিসহ সামরিক ও বেসামরিক প্রতিষ্ঠান পরিদর্শন করবেন। -বাসস ঢাকাকে আধুনিক রূপ দেব ॥ মিলন স্টাফ রিপোর্টার ॥ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, নগরবাসী তাদের প্রাপ্য অধিকার পান না। বিভিন্ন কারণে ঢাকা বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। ১ ফেব্রুয়ারির নির্বাচনে ভোটাররা আমাকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করলে ঢাকাকে বসবাসের যোগ্য করে আধুনিক শহর উপহার দেব। শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় জনসংযোগ ও পথসভায় এসব কথা বলেন বিরোধী দল জাতীয় পার্টির প্রেসিডিয়ামের এই সদস্য। এ সময় দলের নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। ঢাকার মূল সমস্যা যানজট ও ড্রেনেজ সমস্যা উল্লেখ করে মিলন বলেন, অল্প বৃষ্টি হলেই শহরের অলি-গলি পানিতে ডুবে যায়। তিনি বলেন, পৃথিবীর অন্যতম বায়ুদূষণ শহর ঢাকা।
×