ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

নানা আয়োজনে ঢাবি এ্যাকাউন্টিং বিভাগের ৫০ বছর পূর্তি উদ্যাপন

প্রকাশিত: ১২:০৫, ২৬ জানুয়ারি ২০২০

নানা আয়োজনে ঢাবি এ্যাকাউন্টিং বিভাগের ৫০ বছর পূর্তি উদ্যাপন

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ^বিদ্যালয়ের এ্যাকাউন্টিং এ্যান্ড ইনফরমেশন সাইন্স বিভাগের ৫০ বছর ও বিভাগ এ্যালামনাইয়ের ২৫ বছর পূর্তি সপ্তাহব্যাপী নানা উৎসব আয়োজনের মধ্য দিয়ে উদ্যাপিত হয়েছে। শনিবার ছিল উদ্যাপনের শেষ দিন। দিনব্যাপী বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে প্রাক্তনদের স্মৃতিচারণ আড্ডা, বিভিন্ন ধরনের খেলা ও সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজনের মাধ্যমে সপ্তাহব্যাপী এ্যাকাউন্টিং সপ্তাহ উদযাপন শেষ হয়। সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সঙ্গীতের মাধ্যমে বিভাগের সুবর্ণজয়ন্তী ও বিভাগ এ্যালামনাইয়ের রজতজয়ন্তী উদ্যাপনের সমাপনী আনুষ্ঠানিকতা শুরু হয়। এ্যালামনাইয়ের সভাপতি স্বদেশ রঞ্জন সাহার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন, সরকারের ফাইনান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের (এফআরসি) চেয়ারম্যান সি কিউ কে মোস্তাক আহমেদ, ঢাকা বিশ^বিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি একে আজাদ, বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রিয়াজুর রহমান, এ্যালামনাইয়ের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. এম হারুনুর রশিদ এবং প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক এম মুঈনুদ্দিন খান। স্বাগত বক্তব্য দেন এ্যালামনাইয়ের সাধারণ সম্পাদক মোঃ তোফায়েল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্যে ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, আমাদের দেশে প্রয়োজনের তুলনায় গবেষণা কম। অথচ অন্যান্য দেশে গবেষণার প্রতি অনেক বেশি গুরুত্ব দেয়া হয়।
×