ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যথাযথ চিকিৎসায় নাক-কান-গলা বিষয়ক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়

প্রকাশিত: ১২:০৪, ২৬ জানুয়ারি ২০২০

যথাযথ চিকিৎসায় নাক-কান-গলা বিষয়ক জটিলতা থেকে মুক্তি পাওয়া যায়

স্টাফ রিপোর্টার ॥ নাক-কান-গলা বিষয়ক জটিলতার ক্ষেত্রে প্রাথমিক পর্যায়েই শনাক্ত, কারণ নির্ণয় ও তার যথাযথ চিকিৎসার মাধ্যমে বড় ধরনের স্থায়ী ক্ষতি প্রতিরোধ করা সম্ভব। বাংলাদেশে ১৫ বছরের কম উঠতি বয়সী ছেলেমেয়েদের মধ্যে অন্যতম স্বাস্থ্যগত সমস্যা তাদের নাক-কান-গলা বিষয়ক জটিলতা। এ কারণে নীরব যন্ত্রণা এবং সীমাহীন ভোগান্তির মধ্য দিয়ে রোগী ও তার পরিবারের সদস্যদেরকে দিন কাটাতে হয়। কিন্তু সঠিক সময়ে যথাযথ চিকিৎসা গ্রহণ করতে পারলে নাক-কান-গলার জটিল সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। এই চিকিৎসার ক্ষেত্রে ভারতের চেন্নাইয়ের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান এমজিএম হেলথ কেয়ার অর্জন করেছে আন্তর্জাতিক পরিচিতি ও আস্থা। শনিবার ঢাকা ক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ভারতের চেন্নাইয়ের স্বনামধন্য চিকিৎসা প্রতিষ্ঠান এমজিএম হেলথ কেয়ারের ইনস্টিটিউট অব ইএনটি, হেড এ্যান্ড নেক সার্জারি প্রধান ও সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ড. সঞ্জীব মোহন্ত এসব কথা বলেন। বিরল টিউমার থেকে বাংলাদেশী এক রোগীর সুস্থতা লাভ করার বিষয়টি তুলে ধরে ড. সঞ্জীব মোহন্ত বলেন, ১৩ বছরের কিশোর রায়হানুল ইসলাম দীর্ঘদিন ধরে ভুগছিলেন রিকারেন্ট জেএনইউ জটিলতায়।
×