ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৯:৩২, ২৬ জানুয়ারি ২০২০

টুকরো খবর

চাঁদা না পেয়ে দু’জনকে কুপিয়ে জখম স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ দাবিকৃত চাঁদা না দেয়ায় আওয়ামী লীগ নেতাসহ দু’জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামে। আহত সাহা হাওলাদার ও মজনু তালুকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিবার ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন যাবত উপজেলার গলাচিপা সদর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী জুবায়ের তালুকদার একই এলাকার মজনু তালুকদারের কাছে চাঁদা দাবি করে আসছে। শনিবার দুপুরে চাঁদা চাইলে তা না দেয়ায় জুবায়েরের নেতুত্বে ৭/৮ সন্ত্রাসী মজনুকে বেধড়ক মারধর ও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এ সময় আওয়ামী লীগ নেতা সাহা হাওলাদার এ ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা তাকেও কুপিয়ে জখম করে। ইয়াবাসহ কনস্টেবল আটক স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ কালীগঞ্জে পুলিশের এক কনস্টেবলকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। তার গ্রেফতারের খবরে এলাকাবাসী আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে। গ্রেফতারকৃতের নাম মাহমুদুর হাসান ওরফে সৈকত। কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনের ছৈলাদী এলাকার মনিরুজ্জামান শেখ ওরফে মনুর ছেলে সৈকত নরদী জেলা পুশের কনস্টেবল। কালীগঞ্জ থানার ওএকেএম মিজানুল হক জানান, জামালপুর ইউনের ছৈলাদী গ্রামে শুক্রবার রাতে কয়েক মাদক বিক্রেতা ইয়াবা কেনাবেচা করছে। এ গোপন সংবাদ পেয়ে কালীগঞ্জ থানা পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে ২৫ পিস ইয়াবাসহ সৈকতকে আটক করে। সৈকত নরদী জেলা পুশের কনস্টেবল হিসেবে কর্মরত (কনস্টেবল নং ৫১৬) রয়েছেন। তবে তিনি প্রায় ৭/৮ মাস ধরে কর্মস্থলে গড়হাজির রয়েছেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে। শনিবার তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। সাভারে ট্রাক টার্মিনাল উচ্ছেদের প্রতিবাদ সংবাদদাতা, সাভার, ২৫ জানুয়ারি ॥ সাভারের আমিনবাজার এলাকায় অবস্থিত আন্তঃজেলা ট্রাক টার্মিনাল উচ্ছেদের নোটিসের প্রতিবাদ জানিয়ে আলোচনা সভা করেছে আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন ও ট্রাক মালিক-শ্রমিকরা। শনিবার বিকেলে সাভারের আমিনবাজার ট্রাক টার্মিনালে ট্রাক মালিক- শ্রমিকরা এ প্রতিবাদ কর্মসূচী ও আলোচনা সভা করে। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, আমিনবাজার ট্রাক টার্মিনাল একটি বৃহৎ টার্মিনাল। যেখানে সহ¯্রাধিক ট্রাকে প্রায় ১০ হাজার শ্রমিক নিয়োজিত রয়েছে। এর মাধ্যমেই পরিবহন শ্রমিকরা তাদের জীবিকা নির্বাহ করে থাকে। আজকে নতুন করে টার্মিনালের স্থান নির্ধারণ না করেই সড়ক ও জনপথ বিভাগ থেকে নোটিস দেয়া হয়েছে। আগামী ১ মাসের মধ্যে টার্মিনাল অন্যত্র সরাতে হবে। ১১ বছর পর অধ্যক্ষের যোগদান নিজস্ব সংবাদদাতা, বাউফল, ২৫ জানুয়ারি ॥ বাউফল সরকারী কলেজ নতুন অধ্যক্ষ যোগদান করেছেন। তার নাম রফিকুল ইসলাম। তিনি পটুয়াখালী সরকারী কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। শনিবার নতুন অধ্যক্ষ যোগদান করায় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী ২০১৬ সালের ১২ এপ্রিল কলেজটি সরকারীকরণ করা হয়। এ কলেজটি ১৯৬৬ সালে ‘বাউফল কলেজ’ নামে প্রতিষ্ঠা করা হয়। কলেজ সূত্রে জানা গেছে, ২০০৬ সালে বিএনপি দলীয় সরকারের সময় নিয়োগ পেয়ে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন একই কলেজের বিএনপি দলীয় ভূগোল বিভাগের শিক্ষক আবদুল লতিফ মিয়া। পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ৯ ফেব্রুয়ারি কলেজ থেকে বের করে দেয়া হয় আবদুল লতিফকে। ওই ঘটনায় মামলা করলেও সেই থেকে আবদুল লতিফ আর কলেজে ঢুকতে পারেননি। দায়িত্ব নেন উপজেলা তৎকালীন উপজেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক ও একই কলেজের উপাধ্যক্ষ আবদুস ছাত্তার। মাগুরায় শিশুমেলা নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৫ জানুয়ারি ॥ শনিবার থেকে মাগুরায় দুই দিনব্যাপী শিশুমেলা শুরু হয়েছে। সকাল ১০টায় এমপি এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর মেলার উদ্বোধন করেন। শিশু মেলায় শিশুরা সঙ্গীত ও নৃত্য পরিবেশন করে। এছাড়া মেলার ১৫টি স্টলে শিশুদের নানা প্রজেক্ট প্রদর্শিত হচ্ছে। জেলা তথ্য অফিস ও জেলা প্রশাসনের আয়োজনে মাগুরা শহীদ সৈয়দ আতর আলী পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে এই মেলার আয়োজন করা হয়।
×